ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

দ্রুততম ফিফটির রেকর্ডে রফিককে ছুঁলেন মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১০:৩৯:০০
দ্রুততম ফিফটির রেকর্ডে রফিককে ছুঁলেন মিরাজ

বৃস্পতিবার ২ উইকেটে ২০১ রান নিয়ে ব্যাটিং শুরু করে ৪০৬ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়রা। মিরাজ তুলে নেন রোস্টন চেজ, জেসন হোল্ডার ও ক্রেমার রোচকে। চেজকে এলবিডব্লিউ করে মিরাজ নিজের প্রথম উইকেটের স্বাদ নেন ম্যাচে। এরপর হোল্ডারকে ফিরিয়ে ৫০তম টেস্ট উইকেটটি শিকার করেন তিনি। ১৩তম টেস্টে এই কীর্তি গড়লেন মিরাজ। ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ১৩তম টেস্টে ৫০তম টেস্ট উইকেটের দেখা পেয়েছিলেন মোহাম্মদ রফিক। ১৪ বছর পর মিরাজ সেই কীর্তির ভাগিদার হলেন।

টেস্ট ক্রিকেটে নিজের অভিষেক সিরিজ থেকেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন মিরাজ। অভিষেক টেস্টেই ইনিংসে ৬ উইকেট সহ নিয়েছিলেন মোট ৭ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজে দ্বিতীয় ম্যাচে মোট ১২ উইকেট নিয়ে দেশকে উপহার দেন দারুণ এক জয়। দুই ইনিংসেই নিয়েছিলেন ৬ টি করে উইকেট। হয়েছিলেন সিরাজ সেরা।

দ্রুততম ৫০তম টেস্ট উইকেট শিকারে মিরাজ ও রফিকের পরের অবস্থানে আছেন আরেক স্পিনার তাইজুল ইসমার। তার লেগেছিল ১৪ টেস্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে