ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সাকিবের পর এবার মিরাজের জোড়া আঘাত (লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ০০:০৫:০২
সাকিবের পর এবার মিরাজের জোড়া আঘাত (লাইভ দেখুন)

দ্বিতীয় দিনে দেখে শুনেই শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট ও দেবেন্দ্র বিশু। দিনের শুরুতেই দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ব্র্যাথওয়েট। ২২৪ বল খেলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।

এরপর দলীয় ২৪৬ রানে ১৯ রান করা বিশুকে বোল্ড করে সাজঘরে ফেরান পেসার কামরুল ইসলাম রাব্বি। তার হাত ধরে দ্বিতীয় দিনে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের দলীয় ২৫২ রানে লেগ গালিতে সেঞ্চুরিয়ান ব্র্যাথওয়েটের সহজ ক্যাচ হাতছাড়া করেন লিটন কুমার দাস।

এরপর আরও দুটি ক্যাচের সুযোগ লুফে নিতে পারেনি মুশফিকুর রহীম ও নুরুল হাসান সোহান। ফলে বাংলাদেশের চেয়ে ২২৮ রানে এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে যায় ক্যারিবিয়ানরা।

লাঞ্চ থেকে ফিরেই সেঞ্চুরিয়ান ক্রেইগ ব্র্যাথওয়েটকে মেহেদী হাসানের ক্যাচ বানিয়ে আউট করে বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। ব্র্যাথওয়েট ১২১ রান করে আউট হয়েছেন। এরপর পরই ২ রান করা রস্টন চেজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ।

১১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান। শাই হোপ ৩৯ ওকেমার রোচ ০ রান করে অপরাজিত আছেন।

বাংলাদেশ একাদশঃ

তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ-

ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে