ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

লাঞ্চ বিরতির পর খেলায় ফিরেই পরপর ২ উইকেট হারালো উইন্ডিজ (লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ২৩:১০:০৮
লাঞ্চ বিরতির পর খেলায় ফিরেই পরপর ২ উইকেট হারালো উইন্ডিজ (লাইভ দেখুন)

অাজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দারুন শুরু করে গতকল অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ব্র্যাথওয়েট এবং বিশু। ২০১ থেকে ২৪৬ রানে নিয়ে কামরুল ইসলামের বলে বোল্ড হন বিশু। লাঞ্চ বিরতি থেকে সেঞ্চুরি করা ব্র্যাথওয়েটকে অাউট করেন সাকিব।

এ রিপোর্ট লেখা পয়ন্ত ৫ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে কেমার রোচের বোলিং তোপে পড়ে বাংলাদেশ দল। ১৮ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আর ৫ উইকেট তুলে নেন কেমার রোচ।

শুরুতেই তামিম ইকবাল এবং মমিনুল হকের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। দলীয় ১০ রানের মাথায় মাত্র ৪ রান করে কেমার রোচের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম। দলীয় ১৬ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন মমিনুল হক।

২ রান পরেই এলবির শিকার হয়ে অাউট হন মুসফিকুর রহিম। একবার পড়েই সাকিব আল হাসান এবং তার পরের বলেই প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। এই তিন ব্যাটসম্যানই অাউট হন ০ রানে। কিছুটা একাই প্রতিরোধ গড়ে তোলেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার। কিন্তু দলীয় ৩৪ রানের মাথায় ২৪ রানে এবং তার ২ বল পরেই ৪ রান করে আউট হন নুরুল হাসান।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ব্যাটিং শেখালেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ডেভন স্মিথ। প্রথম উইকেট তুলে নিতে বাংলাদেশকে খরচ করতে হয় ৪১ ওভার। দলীয় ১১৩ রানের মাথায় ডেভন স্মিথ কে ৫৮ রানে আউট করেন আবু জাহেদ রাহি।

উইকেট হারিয়ে চাপে পড়েনি ওয়েস্ট ইন্ডিজ। বরং বাংলাদেশের ওপর আরো চাপ হয়ে খেলতে থাকে পরবর্তী ব্যাটসম্যান কাইরন পাওয়েল। মাহমুদুল্লাহ রিয়াদের বলে আউট হওয়ার আগে ওয়ানডে স্টাইলে ৪৮ রান সংগ্রহ করেন তিনি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জয়দে, কামরুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডোভরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে