ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

তবে কি শেষমেশ অপুর মতই পরিনতি হতে চলছে বুবলীর?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১৮:৫১:৫১
তবে কি শেষমেশ অপুর মতই পরিনতি হতে চলছে বুবলীর?

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আমাদের সময়ের বিনোদন সময় পাতায় প্রকাশ হয়েছিলÑ ‘বুবলী কি ভুল পথে হাঁটছেন’ শিরোনামে একটি প্রতিবেদন। সেখানে চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলেছিলেন, অপু বিশ্বাসের মতো ক্যারিয়ারে ভুল পথে হাঁটছেন বুবলী। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ৭০টির মতো ছবিতে অপু অভিনয় করেন শাকিবের বিপরীতে। এর মধ্যে ২০০৮ সালের ১৮ এপ্রিল ভালোবেসে গোপনে বিয়ে করেন তারা।

বিষয়টি জানাজানি হয় গত বছর ১০ এপ্রিল বিকালে। সম্পর্কের এ তথ্য প্রকাশ হওয়ার আগে থেকে শাকিবের সঙ্গে মনোমালিন্য হয় অপুর। প্রভাব পড়ে তার ক্যারিয়ারে। শাকিবের কথায় ক্যারিয়ারে ছাড় দিয়েছেন অপু। শাকিবের ক্যারিয়ার ঠিক রাখতে অপু যখন নিজের ক্যারিয়ার কোরবানি দিলেন তখন মিডিয়ায় আসেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হয় তার।

এখন পর্যন্ত শাকিব ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে বুবলীকে দেখা যায়নি। অপুর সঙ্গে শাকিবের বিচ্ছেদ হয়েছে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি। তার আগে থেকেই গুঞ্জন উঠেছে বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করবেন শাকিব। যদি তাই হয়, তা হলে অপুর মতো তিনিও হারিয়ে যাচ্ছেন মিডিয়া থেকে!চলচ্চিত্র সংশ্লিষ্টদের সেই কথা সত্য হতে চলছে।

চলচ্চিত্র থেকে সরে যাচ্ছেন বুবলী। যার প্রমাণ ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি। বেশ ঘটা করে মহরত হয়েছিল ছবিটির। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা হালের আলোচিত নায়িকা বুবলীর। কিন্তু ছবিটি তিনি করছেন না। শাপলা মিডিয়ার নির্মিতব্য এ ছবি থেকে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

সত্যিই কি তাই? নাকি অপুর মতো তাকেও সরিয়ে রাখছেন শাকিব? যদিও বুবলী বলেন, ‘আমি সব সময় কম কাজ করতে চাই। কারণ সংখ্যায় না কাজের মানে বিশ্বাস করি। ছবিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। কারণ একই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার অন্য আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছে।’ যুক্তিটাকে সবাই খোঁড়াই মনে করছেন।

চলচ্চিত্রপাড়ার অনেকে বলছেন, বুবলীর সঙ্গে শাকিব খানের গোপনে বিয়ে হয়ে গেছে! চলচ্চিত্রের স্বার্থেই বিষয়টি কেউ প্রকাশ করতে চান না। যেমনটা হয়েছিল আজ থেকে ১০ বছর আগে শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের ক্ষেত্রেও।

এবার রোজার ঈদে বাংলাভিশনে শাকিব খান ও বুবলীকে একটি অনুষ্ঠানে দেখা গেছে। ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’ নামের এই অনুষ্ঠানে বুবলী ও শাকিবের কথোপকথন থেকে অনেকে মন্তব্য করেছেন, তারা দুজন প্রেম করছেন। তাদের মধ্যে যে একটা দারুণ সম্পর্ক আছে, তা এ অনুষ্ঠান দেখলে যে কেউ উপলব্ধি করতে পারবেন।

শুধু চলচ্চিত্রের মানুষ নয়, ভক্তদের মধ্যে এ দুজনের সম্পর্ক নিয়ে রয়েছে জোর গুঞ্জন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন চিত্রনায়িকা বুবলী। তিনি বলেন, ‘এটা ঠিক, আমাদের সম্পর্ক নিয়ে দর্শকের অনেক আগ্রহ থাকে। তারা নিজেরাই অনেক কিছু অনুমান করে ভাবতে থাকেন। কিছু ক্ষেত্রে অনেকে অতি উৎসাহী হয়ে পড়েন। তা শিল্পীদের জন্য ইতিবাচক।’

আলোচিত জুটি ছিল শাকিব আর অপু। তাদের জুটি এতটাই আলোচিত হয় যে অন্য কোনো নায়কের সঙ্গে অপুকে অভিনয় করতে দেখা যায়নি। হাতে গোনা দু-একজন নায়কের বিপরীতে অভিনয় করেন। এসব কারণে দুজনকে নিয়ে অনেক সমালোচনা হয়। অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় অপুকে।

অপু বলেছিলেন, শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। এ জুটিকেই দর্শক দেখতে চান। তা ছাড়া অন্য নায়কের বিপরীতে কাজ করতে কোনো সমস্যা নেই। এখন এই একই কথা বলছেন বুবলী। সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলী অন্য কারো সঙ্গে কাজ করতে চান না। ফলে অপুর মতো বুবলীকে নিয়েও একই ধরনের কথা রটছে চলচ্চিত্রপাড়ায়।

শুটিংয়ের ফাঁকে এ দুজন শিল্পী নিজেদের মতো করে পছন্দের জায়গায় বেড়াতে যান। সময় কাটান একান্তে। বুবলী অবশ্য শাকিব খানের সঙ্গে সম্পর্কের ব্যাপারটিকে এভাবে ব্যাখ্যা করেছেন, ‘সহশিল্পীদের সবার সঙ্গে সবার ভালো বোঝাপড়া থাকে, যেটা আমার সঙ্গে শাকিবের আছে এবং থাকবে।’ তবে অনেকেই ধারণা করছেন, কোনো একদিন অপুর মতো লাইভে এসে বুবলীও হয়তো অন্যরকম কিছু একটা বলবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে