ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

‘ভারত’ সিনেমার জন্য কত টাকা নিচ্ছেন প্রিয়াঙ্কা? জানলে আতকে উঠবেন!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১৮:৪৯:১৬
‘ভারত’ সিনেমার জন্য কত টাকা নিচ্ছেন প্রিয়াঙ্কা? জানলে আতকে উঠবেন!

দুবছর পর ‘ভারত’ সিনেমা দিয়ে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ নিয়ে ব্যস্ত থাকাকালীন প্রিয়াঙ্কা নিয়মিত ভারতে ফিরলেও বলিউডের কোনো ছবিতে অভিনয় করেননি। তিনি বলছিলেন, ভাল চিত্রনাট্য পাচ্ছেন না।

তবে ভারতীয় সংবাদমাধ্যম নিশ্চিত করে যে, সালমান খানের হাত ধরেই আবারো বলিউডে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা। আব্বাস আলী জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এ খবরে প্রিয়াঙ্কাকে স্বাগতমও জানিয়েছিলেন সালমান।

বলিউডে কামব্যাক এবং সালমানের বিপরীতে অভিনয় অনেকটা নিশ্চিত হলেও এবার গুঞ্জন চলছে প্রিয়াঙ্কার পারিশ্রমিক নিয়ে। অর্থাৎ দীর্ঘদিন পর বলিউড সিনেমা ‘ভারত’-এর জন্য ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন এ অভিনেত্রী সেটি নিয়েই চলছে জল্পনা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ভারত সিনেমার জন্য ৬.৫০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা। এর আগে শোনা গিয়েছিল, সিনেমাটিতে অভিনয়ের জন্য ১২ কোটি রুপি নেবেন প্রিয়াঙ্কা।

ভারত সিনেমাটি নির্মিত হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওড টু মাই ফাদার’ সিনেমা অবলম্বনে। দক্ষিণ কোরীয় এ সিনেমাটিতে ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটি সাধারণ ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয়। ভারত সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সালমান-প্রিয়াঙ্কা ছাড়াও এতে অভিনয় করছেন টাবু, দিশা পাটানি, সুনীল গ্রোভার প্রমুখ।

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমনে প্রেমিক নিকের সাথে আমেরিকায় আছেন ।কবে থেকে এ নতুন ছবির সুটিং শুরু হবে তা জানা যায়নি। এ ছবির ব্যপারে প্রিয়াঙ্কা এখনো কোন কথা বলেননি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে