ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

আমার গাড়ি পুড়িয়েছে-‘আল্লাহ তাদের বিহিত করবেন।’

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১৮:৩৮:২২
আমার গাড়ি পুড়িয়েছে-‘আল্লাহ তাদের বিহিত করবেন।’

সৌদি বাদশাহপুত্র সালমান বিন আবদুল আজিজ আল সৌদ গাড়ি চালানোর অনুমতি দেন। নারীদের গাড়ি চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়ার এক সপ্তাহ শেষ হতে না হতেই সৌদি আরবে একজন নারীর গাড়ি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ গাড়িতে অগ্নিসংযোগকারীদের খুঁজছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।পবিত্র মক্কা শহরের প্রান্তে বসবাসরত সালমা আল-শেরিফ স্থানীয় মিডিয়াকে বলেন, ‘নারী গাড়িচালকদের বিরোধিতা করেন’এমন লোকেরা তার গাড়িটি এ সপ্তাহে পুড়িয়ে দেয়।মঙ্গলবার সকালে সালমার গাড়ির আগুন নেভানোর পর পুলিশ অপরাধীদের ধরার জন্য তৎপর হয়।মক্কার পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে,

তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের ধরার চেষ্টা চালাচ্ছে।টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত গাড়ির পাশে দাড়িয়ে ওই নারী দুর্বৃত্তদের উদ্দেশ্য করে বলছেন, ‘আল্লাহ তাদের বিহিত করবেন।’

অনেক টুইটার ব্যবহারকারী সালমার সমর্থনে পোস্ট দেন।জেদ্দার একজন আইনজীবী নায়েফ আল মানসি টুইটে লেখেন, ‘গাড়ির মালিক একজন নারী, এ কারণে যদি সেটি পোড়ানো হয় তাহলে এটা একটা সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে এর জন্য শাস্তি দেয়া উচিত।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে