ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

রাশিদের সাফল্যের রহস্য কি?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১৮:২৫:২৪
রাশিদের সাফল্যের রহস্য কি?

এ দুজন ক্রিকেটারের মধ্যে আফগান অলরাউন্ডার মুহাম্মদ নবী খেলবেন লিস্টারশায়ার দলে এবং লেগ স্পিনার রাশিদ খান খেলবেন সাসেক্সের হয়ে। বিশ্বের বিভিন্ন লীগে খেলা এ দুই ক্রিকেটার আফগান জাতির নাম উজ্জ্বল করছেন প্রতিনিয়ত।বিশেষ করে রাশিদ খান যিনি কিনা বর্তমানে টি টুয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর বোলার। যার বিপক্ষে যে কোন ব্যাটসম্যানকে একটু ভেবে চিনতে ব্যাট চালাতে হয়। গত বুধবার এসেক্সের বিপক্ষে দারুন বোলিং করে দুই উইকেট তুলে নেন এই লেগ স্পিনার। যার সুবাদে নিজের পাশাপাশি দেশের নাম আবারও উজ্জ্বল করতে সক্ষম তিনি।এর আগে বিগ ব্যাশ ২০১৮ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে দলকে শিরোপা এনে দিয়েছিলেন এই ক্রিকেটার। আর বিগ ব্যাশে তার প্রতিটি ম্যাচ আফগানিস্তানের দর্শকরা দেখেছেন বলে জানিয়েছেন এই লেগ স্পিনার। সুতরাং সাসেক্সও আফগানদের সমর্থন পাবে বলে আশাবাদী রাশিদ খান।'আফগানিস্তান যাওয়ার পর দেখি তারা আমাদের সবগুলো খেলা দেখেছে। যাই হোক না কেন তারা আমাদের খেলা দেখবে। আফগানিস্তানে সাসেক্সের জন্য অনেক ভালো সমর্থন পাওয়া যাবে।' দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বের বিভিন্ন লীগে খেলতে পারবেন এমনটা কল্পনা করেননি রাশিদ খান। যা তার কাছে স্বপ্নের মতোই লাগছে এখনও। তবে তিনি মনে করেন যে পরিশ্রম করে এতদূর এসেছেন তার ধারাবাহিকতা সামনেও ধরে রাখতে হবে।ভালো ক্রিকেট খেলার মাধ্যমে দেশকে বিশ্বের কাছে তুলে ধরাই তার একমাত্র লক্ষ্য এমনটাই বুঝা যাচ্ছে তার বক্তব্যে। সব মিলিয়ে তিনি জানান,'ক্রিকেট আমার কাছে স্বপ্নের মতো। কারণ এই স্বল্প সময়ে ক্রিকেটে আমার এবং আফগানিস্তানের জন্য অনেক ভালো কিছু ঘটেছে। আমি যেভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে এতদূর এসেছি এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। এখন পর্যন্ত লীগ এবং আন্তর্জাতিক ক্রিকেটে সবকিছু আমার জন্য ভালো যাচ্ছে। আমি চেষ্টা করবো আরও পরিশ্রম করতে এবং সামনের দিকে এগিয়ে যেতে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে