ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ইংলিশদের দুশ্চিন্তার নাম কুলদিপ জাদভ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১৮:২৩:৫৬
ইংলিশদের দুশ্চিন্তার নাম কুলদিপ জাদভ

কিন্তু সফরকারী ভারতের বিপক্ষে গেল সিরিজের পারফর্মেন্স ধরে রাখতে পারেনি ইয়ন মরগানের দল। হার নিয়েই প্রথম টি-টুয়েন্টিতে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

ইনিংসের শুরুতে দুর্দান্ত সূচনা পেয়েও লেগ স্পিনার কুলদিপ জাদভের সামনে দাড়াতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। চায়নাম্যান এই লেগ স্পিনারকে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তারা।

এদিন টি-টুয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেন কুলদিপ। পাঁচ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছিলেন তিনি। তাই সব মিলিয়ে কুলদিপকে নিয়েই চিন্তিত ইংলিশ শিবির।

পুরো সিরিজেই হুমকি হয়ে উঠতে পারেন কুলদিপ। এমনটাই মনে করেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে এমনটাই জানিয়েছেন তিনি। মরগানের ভাষায়,

'সে দারুণ বোলিং করেছে আর খুব সুন্দরভাবে আমাদেরকে পরাস্ত করেছে। সে এর চেয়েও ভালো করতে পারে আমরা সেটা জানি। পরের ম্যাচের জন্য তার বিপক্ষে আমাদের আরও সতর্ক হতে হবে।

ক্রিজে টিকে থাকতে হবে আর তাকে উইকেট বিলিয়ে দেয়া যাবেনা। সঠিক পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে আমাদেরকে। তাকে ঠিক ভাবে খেলতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।'

উল্লেখ্য যে, ৬ তারিখ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। কার্ডিফে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে