ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শীঘ্রই নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১৮:২২:২২
শীঘ্রই নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ

বুধবার ডাবলিন থেকে আইসিসির সভা শেষ করে দেশে ফিরে সুজন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুজন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিয়েছেন।

জাতীয় দলের সাথে দ্রুতই একজন ব্যাটিং এবং ফিল্ডিং কোচ যোগ দিবেন উল্লেখ করে বিসিবির এই কর্মকর্তা বলেছেন,

'আমরা ব্যাটিং এবং ফিল্ডিং কোচ নিয়োগের ব্যাপারে কাজ করছি। আশা করছি জাতীয় দলের সাথে শীঘ্রই কেউ একজন যোগ দিবে।'

এক্ষেত্রে বেশ কিছু অপশন হাতে আছে বলেও নিশ্চিত করেছেন নিজামউদ্দিন। পাশাপাশি এই ব্যাপারে সাবেক প্রোটিয়া ক্রিকেটার গ্যারি কারস্টেনেরও সাহায্য পাবে বিসিবি জানিয়ে তিনি বলেন,

এই ক্ষেত্রে আমাদের কিছু অপশন রয়েছে। আপনারা সবাই জানেন গ্যারি কারস্টেন আমাদের সাথে আছে। আমরা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবো।

এদিকে কয়েকদিন আগেও গুঞ্জন উঠেছিলো বাংলাদেশের ব্যাটিং কোচ বা পরামর্শক হিসেবে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। এই বিষয়টি নিয়েও কথা বলেছেন নিজামউদ্দিন।

তিনি জানিয়েছেন এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত নেয়া হলে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে উল্লেখ করে তাঁর ভাষ্য,

সে (ম্যাকেঞ্জি) আমাদের একটি অপশন। আমরা, অবশ্যই আপনাদের জানাবো যদি সে দলের সাথে যোগ দেয়।

উল্লেখ্য বর্তমানে ব্যাটিং এবং ফিল্ডিং কোচ ছাড়াই খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রিচার্ড হ্যালসল। তিনি চলে যাওয়ার পর থেকে খালিই পড়ে আছে পদটি। অপরদিকে সাবেক লঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবিরা ছিলেন এর আগে টাইগারদের ব্যাটিং কোচ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে