ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

৫ ওভারে ৫ উইকেট নিয়ে অনন্য রেকর্ড গড়লেন রোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১৬:১৯:৫৪
৫ ওভারে ৫ উইকেট নিয়ে অনন্য রেকর্ড গড়লেন রোচ

বাংলাদেশকে এমন লজ্জার মধ্যে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। তিনি ৫ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে ৫টি উিইকেট নিয়েছেন।

তবে ৫ ওভারে ৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছেন ৩০ বছর বয়সী এই পেসার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় কোনো বোলার হিসেবে ১২ বলের মধ্যে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

বুধবার রোচ ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে তামিম ইকবালকে আউট করেন। এরপর সপ্তম ওভারের শেষ বলে আউট করেন মুমিনুল হককে। নবম ওভারে এসে দ্বিতীয় বলে ‍মুশফিককে, চতুর্থ বলে সাকিব আল হাসানকে ও পঞ্চম বলে মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে মাত্র ১২ বল ব্যবহার করে পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েন। তার বোলিং ফিগার ৫-১-৮-৫। অর্থাৎ প্রতি ৬ বলে তিনি ১টি করে উইকেট নিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে