ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

পড়তে হলে পড়ে যাও : নেইমারকে রিভালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১৩:৫৭:৩৯
পড়তে হলে পড়ে যাও : নেইমারকে রিভালদো

বিশ্বকাপ শুরুর আগেই তিন মাসের লম্বা ইনজুরি কাটিয়ে এসেছেন নেইমার। যার ফলে ছোট-ছোট ফাউলেও অনেক বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন তিনি। তার এই প্রবণতাকে সহজভাবে নিচ্ছে না ফুটবল বিশ্ব। তবে নেইমারের স্বদেশী কিংবদন্তী তারকা রিভালদো ঠিকই ঢাল হয়ে দাঁড়িয়েছেন নিজ দেশের তারকার সামনে।

কোয়ার্টারে ফাইনালে মাঠে নামার আগে নেইমারের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন রিভালদো। সেখানে তিনি ব্রাজিলিয়ান বর্তমান দলের তারকাকে পরামর্শ দিয়েছেন দলের প্রয়োজনে যা প্রয়োজন তার সবকিছুই করতে। লোকে যাই বলুক তার পরোয়া না করে নিজের কাজটা করে যেতে পারলেই সফলতা আসবে বলে আশ্বস্ত করেন রিভালদো।

তিনি লিখেন, ‘নেইমার, তুমি তোমার স্বাভাবিক খেলাটা খেলে যাও। লোকে কে কি বলছে তা পাত্তা দিও না। অনেক মানুষই অনেক কথা বলবে কারণ তাদের দেশ এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।’

এসময় নেইমারের বারবার পড়ে যাওয়ার প্রবণতার পক্ষেও কথা বলেন রিভালদো। পড়ার দরকার হলে নেইমারকে বারবার পড়ে যাওয়ারও পরামর্শ দেন তিনি। রিভালদো লিখেন, ‘যদি তোমাকে (ডিফেন্ডারদের হাত থেকে) পালাতে হয়, পালিয়ে যাও। যদি তোমাকে বাড়তি কিছু কারিকুরি দেখাতে হয়, দেখিয়ে দাও। যদি ফাউলের কারণে তোমাকে পড়তে হয়, পড়ে যাও। তোমার পড়ার মাধ্যমে যদি তুমি কিছু সময় পাও বাড়তি তাহলে তো ক্ষতি নেই। সুযোগটা নিয়ে নাও তুমি।’

তবে সবকিছুর শেষে মনোমুগ্ধকর ফুটবলেও কথা মনে করিয়ে দেন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিভালদো। তিনি লিখেন, ‘সবশেষে বলবো যে, তোমার ভালো খেলাই মূলত মানুষকে এতো হয়রান করে তুলেছে। তুমি তাদের কথায় কান দিও না। বরাবরেই মতো আক্রমণ করতে থাকো এবং পায়ের জাদুতে আমাদের বিমোহিত করে তুলো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে