ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

এই তারকারাও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১২:০০:১৪
এই তারকারাও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন

এদিকে বলিউড অভিনেতা ইরফান খান তার নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন লন্ডনে। এই দুই বলি তারকা ছাড়াও এমনই কয়েকজন তারকা আছেন যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তাদের কেউ লড়াই করে ফিরে এসেছেন। কেউ বা এখনো পর্যন্ত লড়াই করছেন। আর কেউ পাড়ি দিয়েছেন না ফেরার জগতে।

সোনালি বেন্দ্রেসোনালির ক্যান্সারের খবরে হতবাক সকলেই। শরীরে ব্যথার কারণ অনুসন্ধান করতে গিয়েই ধরা পড়়ে এই মরণব্যাধি। তবে তিনি লড়াইয়ে প্রস্তুত, জানিয়েছেন নিজেই।

মনীষা কৈরালা২০১২ সালে ক্যান্সার ধরা পড়ে মনীষার। তখন তার বয়স ৪২। ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন ধরে চলে তার চিকিৎসা। একাধিক অস্ত্রোপচার ও কেমোথেরাপি করে সুস্থ জীবনে ফিরে এসেছেন তিনি। ২০১৫ সালে তিনি জানান, তিনি ক্যান্সারকে জয় করেছেন। প্রায় বছর কয়েক তিনি বলিউড থেকে দূরে ছিলেন, তবে কখনোই ভক্তদের মন থেকে মুছে যাননি। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘সঞ্জু’ সিনেমায় প্রয়াত অভিনেত্রী নার্গিসের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

লিসা রেক্যান্সারকে জয় করার কাহিনি রয়েছে আরও এক বলিউড তারকার। তিনি লিসা রে। বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত হন তিনি। একাধিক অস্ত্রোপচার করেছিলেন। ২০১০ সালে জানিয়েছিলেন, তিনি বিপদমুক্ত। কিন্তু পুরোপুরি ক্যান্সার সারিয়ে উঠতে পারেননি অনেকদিন। দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন সুস্থ। কাজেও ফিরেছেন লিসা। আর তার কাহিনিও হয়ে উঠেছে ক্যান্সার মোকাবিলার অন্যতম প্রেরণার গল্প।

অনুরাগ বসুব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ‘বারফি’ খ্যাত পরিচালক অনুরাগ বসু। জীবন সংশয় ছিল। এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। তবে অনুরাগ কখনই হেরে যাওয়ার পাত্র নন। সেই সময় তিনি ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ও ‘গ্যাংস্টার’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। ক্যান্সারকে পাত্তা না দিয়ে চালিয়ে গিয়েছেন কাজ। একদিকে চিকিৎসা অন্যদিকে তার ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন অনুরাগ। ক্যান্সারকে হারিয়ে তিনি আজ বলিউডে প্রতিষ্ঠিত নির্মাতাদের একজন।

মুমতাজষাটের দশকের অন্যতম অভিনেত্রী মুমতাজও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ব্রেস্ট ক্যান্সার হয় তার। সেই চিকিৎসা এখনো চলছে। তিনি এখন থাকেন লন্ডনে। তবে ক্যান্সারের চিকিৎসায় দীর্ঘদিন কেমোথেরাপি ছাপ ফেলেছে মুমতাজের চেহারায়। তবে ভক্তদের কাছে আজও তিনি সমান জনপ্রিয় ৷

রাজেশ খান্নাক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রাজেশ খান্না। ২০১১ সালে ক্যান্সারের কথা জানতে পারেন তিনি। চিকিৎসাও চলে। কিন্তু ২০১২ সালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেই বছর ১৮ জুলাই রাজেশ খান্না মারা যান।

নার্গিসপ্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেত্রী নার্গিস। তিনি খ্যাতনামা অভিনেতা সুনীল দত্তের স্ত্রী ও সঞ্জয় দত্তের মা ছিলেন। আজও তার অভিনয় বলিউডের অন্যতম অনুপ্রেরণা নায়িকাদের কাছে।

বিনোদ খান্নাব্ল্যাডার ক্যান্সারে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্না। তার চিকিৎসাও চলে, তবে বয়সের ভারে চিকিৎসায় সাড়া দিতে পারেনি তার শরীর। গতবছর ৭০ বছর বয়সে তার মৃত্যু হয়।

ইরফান খানক্যান্সারের চিকিৎসা চলছে ইরফান খানের। খুব জটিল ব্রেন ক্যান্সারে আক্রান্ত তিনি। হঠাৎ করেই তার ক্যান্সার ধরা পড়ে। আপাতত লন্ডনে রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়াও দিচ্ছে তার শরীর।

সূত্র: ফাইন্ড হেলথ টিপস

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে