ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

টেস্ট বাঁচাতে অতিমানবীয় কিছু করতে হবে বাংলাদেশকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১১:৪৮:৪০
টেস্ট বাঁচাতে অতিমানবীয় কিছু করতে হবে বাংলাদেশকে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসেই এই কীর্তি গড়েছেন টাইগার ব্যাটসম্যানেরা। ক্যারিবিয়ানদের কাছে মাত্র ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছে ১৬কোটি জনতার দেশটি।

অবশ্য ম্যাচ শুরুর আগে থেকেই কিছুটা বিপদ আঁচ করা যাচ্ছিলো যখন গ্রিনিশ উইকেটে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক জ্যাসন হোল্ডার। উইন্ডিজ সফরে যাওয়ার দিন থেকেই উইকেট নিয়ে একটি ধোঁয়াশার মধ্যে ছিলো বাংলাদেশ।

যদিও ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভালো খেলার পর যথেষ্টই আত্মবিশ্বাসি ছিলো টাইগাররা। এমনকি ম্যাচের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে অধিনায়ক সাকিব আল হাসানও জানিয়েছিলেন এমনটাই।

কিন্তু সেই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও বুধবার দেখা যায়নি ক্রিকেটারদের শরীরী ভাষায়। এক কেমার রোচের কাছেই ধরাশায়ী হতে হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানদের। আর সাথে মিগুয়েল কামিন্স তো ছিলেনই।

ওয়েস্ট ইন্ডিজ মূলত চালাকিটি খেলেছে এখানেই। প্রস্তুতি ম্যাচে তারা খেলায়নি তাদের তিন প্রধান পেসারের একজনকেও। হয়তো তূণে তীর মজুত করে রাখাটাই ছিলো তাদের উদ্দেশ্য।

শেষ পর্যন্ত যে নিজেদের পরিকল্পনায় যে ক্যারিবিয়ানরাই সফল তা তো দেখাই যাচ্ছে। অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে কয়েকদিন আগে হোয়াইটওয়াশ হয়ে ফেরা বাংলাদেশ যে তিমিরে সেই তিমিরেই থেকে গেলো।

বর্তমানে অ্যান্টিগা টেস্টের যেরূপ অবস্থা তাতে করে স্বয়ং ক্রিকেট বিধাতা মাটিতে নেমে আসলেও হয়তো এই ম্যাচ বাঁচানো সম্ভব হবে না টাইগারদের পক্ষে। কেননা এরই মধ্যে প্রথম দিন শেষে নিজেদের লিড ১৫৮ রানে নিয়ে গিয়েছে স্বাগতিকরা।

হাতে আছে এখনও ৮টি উইকেট। সুতরাং বিশাল রানের পাহাড়ে নিচেই যে চাপা পড়তে যাচ্ছে বাংলাদেশ দল তা হলফ করেই বলা যাচ্ছে। ক্যারিবিয়ানদের যদি দ্বিতীয় দিনই অলআউট করতে না পারে বাংলাদেশের বোলাররা তাহলে লিড হয়তো ৫০০ ছাড়িয়ে যাবে।

সেক্ষেত্রে ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে অতিমানবীয় ব্যাটিংই করতে হবে সাকিব, তামিমদের। তবে প্রথম ইনিংসের এরূপ পারফর্মেন্সের পর কেউই আর সেই আশা করছেন না। এখন দেখার বিষয় কতদূর যেতে পারে লাল সবুজের দেশটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে