ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

প্রথম ইনিংসে টাইগারদের যত রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১১:২৯:৫৯
প্রথম ইনিংসে টাইগারদের যত রেকর্ড

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি সপ্তম সর্বনিম্ন স্কোর। ১৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের তো ভয় ছিল নিউজিল্যান্ডের সর্বনিম্ন ২৬ রানে অলআউট হয়ে যাওয়ার রেকর্ড ভেঙে দেয়ার। সেই লজ্জা থেকে দলকে বাঁচান লিটন দাস। তবে একবিংশ শতাব্দীতে এটিই সর্বনিম্ন স্কোর।

ক্ষণস্থায়ী ইনিংসগুলোর মধ্যে এটি রয়েছে সাত নম্বরে। মাত্র ১১২ বল টিকেছে বাংলাদেশের ইনিংস। ওভারের হিসেবে ১৮ ওভার ৪ বল। তবে বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে ক্ষণস্থায়ী ইনিংস।

টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর:

১। নিউজিল্যান্ড- ২৬ বনাম ইংল্যান্ড, ১৯৫৫২। দক্ষিণ আফ্রিকা- ৩০ বনাম ইংল্যান্ড, ১৮৯৬৩। দক্ষিণ আফ্রিকা- ৩০ বনাম ইংল্যান্ড, ১৯২৪৪। দক্ষিণ আফ্রিকা- ৩৫ বনাম ইংল্যান্ড, ১৮৯৯৫। দক্ষিণ আফ্রিকা- ৩৬ বনাম অস্ট্রেলিয়া, ১৯৩২৬। অস্ট্রেলিয়া- ৩৬ বনাম ইংল্যান্ড, ১৯০২৭। নিউজিল্যান্ড- ৪২ বনাম অস্ট্রেলিয়া, ১৯৪৬৮। অস্ট্রেলিয়া- ৪২ বনাম ইংল্যান্ড, ১৮৮৮৯। ভারত- ৪২ বনাম ইংল্যান্ড, ১৯৭৪১০। দক্ষিণ আফ্রিকা- ৪৩ বনাম ইংল্যান্ড, ১৮৮৯১১। বাংলাদেশ – ৪৩ বনাম উইন্ডিজ, ২০১৮

টেস্ট ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী ইনিংস (বলের হিসেবে):১। দক্ষিণ আফ্রিকা- ৩০ বনাম ইংল্যান্ড ৭৫ বল, ১৯২৪২। দক্ষিণ আফ্রিকা- ৩০ বনাম ইংল্যান্ড, ৯৪ বল, ১৮৯৬৩। ইংল্যান্ড- ৬১ বনাম অস্ট্রেলিয়া, ৯৪ বল, ১৯০২৪। অস্ট্রেলিয়া- ৫৮ বনাম ইংল্যান্ড, ৯৯ বল, ১৯৩৬৫। ভারত- ৪২ বনাম ইংল্যান্ড, ১০২ বল, ১৯৭৪৬। অস্ট্রেলিয়া- ৪৭ বনাম দক্ষিণ আফ্রিকা, ১০৮ বল, ২০১১৭। অস্ট্রেলিয়া- ৬০ বনাম ইংল্যান্ড, ১১১ বল, ২০১৫৮। বাংলাদেশ- ৪৩ বনাম উইন্ডিজ, ১১২ বল, ২০১৮

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে