ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ব্যাটিং ধসের পর সহজ ক্যাচ ছাড়লো সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১১:২৯:০০
ব্যাটিং ধসের পর সহজ ক্যাচ ছাড়লো সোহান

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনের লাঞ্চ বিরতির আগেই ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্য বোলিং পারফর্মেন্সে বাংলাদেশকে লজ্জায় ডুবায় ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিকদের হয়ে কিমার রোচ নিয়েছেন পাঁচ উইকেট। এছাড়াও কামিন্স তিনটি ও হোল্ডার দুটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে লিটন দাসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৫ রান।

এরপর ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় উইন্ডিজরা লাঞ্চে যাওয়ার আগে তাদের মোট রান ছিল ৯। লাঞ্চের পর ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দেখে শুনে খেলে লিড নেয় উইন্ডিজরা।

সেই সঙ্গে দলীয় ৫০ রানও পূরণ করে স্বাগতিকরা। তবে দলীয় ৬৫ রানের সময় বাংলাদেশকে প্রথম সুযোগটি এনে দেন পেসার কামরুল ইসলাম রাব্বি। কিন্তু ডেভিন স্মিথের ক্যাচটি উইকেটের পেছনে লুফে নিতে ব্যর্থ হন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান।

ব্যক্তিগত ৩৪ রানে জীবন পান ডেভন স্মিথ। বর্তমানে তাদের লিড ৩৫ রান। ক্রিজে আছেন ক্রেইগ ব্রাথওয়েট ৩৫ এবং ডেভন স্মিথ ৪৪। বর্তমানে স্বাগতিকদেড় সংগ্রহ ২৫ ওভারে ৬৫ রান বিনা উইকেটে।

বাংলাদেশ একাদশ:তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে