ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

পরিসংখ্যানে মুখোমুখিঃ ক্রোয়েশিয়া বনাম রাশিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১১:২৬:৩০
পরিসংখ্যানে মুখোমুখিঃ ক্রোয়েশিয়া বনাম রাশিয়া

কোয়ার্টার ফাইনালঃ ক্রোয়েশিয়া বনাম রাশিয়া

কোয়ার্টারের পথে ক্রোয়েশিয়াঃগ্রুপ ডি থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ক্রোয়েশিয়া।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাইজেরিয়া, দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা কে ৩-০ এবং শেষ ম্যাচে আইসল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রোয়েশিয়া।রাউন্ড অফ সিক্সটিনে, ডেনমার্ক এর সাথে ১-১ ড্র করলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। টাইব্রেকারে পেনাল্টি তে ক্রোয়েশীয় গোলরক্ষক সুবাসিচের অতিমানবীয় দক্ষতায় জয় নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

কোয়ার্টারের পথে রাশিয়াঃগ্রুপ এ থেকে ২ জয় এবং ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছিল রাশিয়া।গ্রুপ এ থেকে প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ এবং গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মিশরকে ২-১ গোলে হারালেও শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ৩-০ গোলে হেরে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে স্বাগতিকরা।রাউন্ড অফ সিক্সটিনে চমক দেখায় রাশিয়া। হট ফেভারিট স্পেনকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে পৌছায় রাশিয়া।

হেড টু হেডঃক্রোয়েশিয়া এবং রাশিয়া মোট ৩ বার মুখোমুখি হয়েছিল।

ক্রোয়েশিয়ার জয়ঃ১

রাশিয়ার জয়ঃ০

ড্রঃ২

ক্রোয়েশিয়ার বড় জয়ঃক্রোয়েশিয়া ৩-১ রাশিয়া ( আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, ২০১৫)

বিশ্বকাপে মুখোমুখিঃকখনো বিশ্বকাপে দেখা হয়নি এই দু’দলের।দুর্দান্ত নৈপুণ্য দেখানো স্বাগতিক রাশিয়া ফুটবল দল

ক্রোয়েশিয়া বনাম রাশিয়া ফ্যাক্টরঃ

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই প্রথম কোয়ার্টারে পৌঁছেছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ১৯৫৮-৭০ এর চার বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনাল খেলেছিল USSR নামে।

এর আগে, ক্রোয়েশিয়া মাত্র একবারই কোয়ার্টার ফাইনাল খেলেছিল ১৯৯৮ বিশ্বকাপে। সেবার কোয়ার্টারে জার্মানিকে হারিয়ে সেমি ফাইনাল খেলেছিল ক্রোয়েট রা।

গত ৫ বিশ্বকাপেই স্বাগতিকরা যারা কোয়ার্টার এ খেলেছে তারা সেমি ফাইনাল খেলার যোগ্যতা লাভ করেছিল। (ইতালি-১৯৯০, ফ্রান্স-১৯৯৮, কোরিয়া-২০০২, জার্মানি-২০০৬, ব্রাজিল-২০১৪)

ক্রোয়েশিয়ার বড় শক্তিঃলুকা মদ্রিচ, ইভান রাকিটিচ এর মত বিশ্বমানের মিডফিল্ড এর সমন্বয়ে গঠিত বিশ্বসেরা মাঝমাঠ নিয়ে রাশিয়ায় এসেছে ক্রোয়েশিয়া। সাথে রয়েছে সুবাসিচের মত দক্ষ গোলকীপার। আর্জেন্টিনা এবং ডেনমার্ক এর সাথে দারুণ জয় হাওয়া দিচ্ছে ক্রোয়েশিয়া দিলে।

রাশিয়ার বড় শক্তিঃএই আসরের সর্বনিম্ন র‍্যাংকিং (৭০) নিয়ে একের পর এক চমক দেখাচ্ছে স্বাগতিক রাশিয়া। নিয়ন্ত্রিত রক্ষণ ভাগ এবং সুদক্ষ গোলকীপার এর সাথে রয়েছে চেরিশেভ এর মত বিশ্বমানের স্ট্রাইকার। স্পেনকে রাউন্ড অফ সিক্সটিনে হারানোর পরই আরও দুর্দান্ত সময় কাটাচ্ছে স্বাগতিক রা। তার সাথে তো স্বাগতিক হওয়ার বাড়তি পাওনা তো রয়েছেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে