ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

"অধিনায়ক হওয়া এত সহজ নয় ,এমপি সাহেব!"

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১১:২৩:৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুকে এমন মন্তব্য করেছেন এক ভক্ত।

টেস্ট ক্রিকেটে অধিনায় হিসেবে বাংলাদেশে সফল মুশফিকুর রহিম। তার নেতৃত্বে ৩৪ টেস্টের মধ্যে সর্বোচ্চ সাতটিতে জয় লাভ করেছে বাংলাদেশ।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার অধীনে টেস্টের সাদা পোশাকে সর্ব প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ।

১৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। আর ১২টি টেস্টে বাংলাদেশের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন।

চলমান অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে ১০টিতে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। তার অধিনায়কত্বে এর আগে একটি টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ।

অধিনায়ক হিসেবে সফল না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে অনন্য সাকিব। ক্রিকেটের তিন ফর্মেটে দীর্ঘ সময় ধরে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় ছিলেন।

এখনও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা দখল করে আছেন সাকিব।

তবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফর্মেটে বিশ্বসেরা অলরাউন্ডার এখন অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাক্সওয়েল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ টিমকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

সৈয়দ খান নামে একজন তার ফেসবুক পেজে লেখেন, ‘আগামী দিনের এমপিগণ ক্রিকেট খেলতে গেল কেন? বুঝি না।’

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে গত ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইঙ্গিত দেন।

তবে পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে তাদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্বাচনে অংশ নেয়া কিংবা না নেয়ার বিষয়ে সবসময় নীরব থেকেছেন তারা।

সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে সাকিবকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তা এড়িয়ে যান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে