ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

চলচ্চিত্রের গান নিয়ে অমৃতা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১১:১৭:৩৩
চলচ্চিত্রের গান নিয়ে অমৃতা

নতুন খবর হলো অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অমৃতা। তবে সিনেমাতে নয়। এই অভিনেত্রীকে দেখা যাবে উপস্থাপনায়। তিনি একটি টিভি চ্যানেলে ‘আমার ছবি আমার গান’ নামের অনুষ্ঠানে উপস্থাপনা করবেন। এই অনুষ্ঠানের বিশেষত্ব হলো একেকটি পর্বে একেকজন চলচ্চিত্রের জনপ্রিয় ব্যক্তিরা উপস্থিত হন। তিনি নিজেই উপস্থাপনা করেন সেই অনুষ্ঠান। বলেন নিজের অনেক অজানা কথা। শোনানো হয় তার সিনেমার কিছু গান।

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপনার স্বাদ পেলেন অমৃতা। ধানমন্ডির লাভ স্কাই রেস্টুরেন্টের ছাদে ধারণকৃত এবারের পর্বের উপস্থাপনায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। অনুষ্ঠানে চিত্রনায়িকা অমৃতা অভিনীত ছবির বেশকিছু গান দেখানো হবে। এই গানগুলোর পেছনের বিভিন্ন গল্প দর্শকদের জানাবেন এই অভিনেত্রী।

অমৃতা বলেন, ‘অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, ভালো লাগছে। সবসময় উপস্থাপকের প্রশ্নের উত্তর দিয়েছি অতিথি হিসেবে কিন্তু এবারই প্রথম যে নিজের উপস্থাপনে নিজেই কথা বলেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা নতুন অভিজ্ঞতা হলো। আমার সিনেমায় ফেরার কথা নিয়ে যদি বলি তাহলে বলবো, আমার পরিক্ষার শেষ হয়েছে। আমি এখন নিজের ফিটনেসের জন্য জিম করছি, ওয়েট কমাচ্ছি। আশা করছি শিগগিরই বড় পর্দায় ফিরবো।

‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি শিগগিরই একুশে টেলিভিশনে প্রচারিত হবে। আলোচিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে