ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘ক্রিকেটার’ রণবীরের কোচ হচ্ছেন নওয়াজ!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৫ ১০:৫৮:১৯
‘ক্রিকেটার’ রণবীরের কোচ হচ্ছেন নওয়াজ!

১৯৮৩ সালটা প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের বছর। সে বছরই কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে উজ্জ্বল হয়েছিল ভারতের নাম। ইতিহাসের পাতা ঘেঁটে সেই স্মৃতিই এবার রুপালি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক কবীর খান। আর কপিল দেবের বায়োপিক ‘৮৩-তেই মুখ্য চরিত্রে দেখা যাবে ভার্সাটাইল অভিনেতা রণবীরকে। একটি ইংরেজি ম্যাগাজিনের খবর অনুযায়ী, এই ছবিতে রণবীরের ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করতে চলেছেন নওয়াজ। এ খবর যদি সত্যি হয়, তাহলে, ‘বজরঙ্গি ভাইজান’-এর পর ফের জুটি বাঁধতে চলেছেন কবীর ও নওয়াজ। যদিও এ ব্যাপারে পরিচালক এখনও কোনও মন্তব্য করেননি।

আগামী বছর আগস্টে মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক। ভারতীয়দের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা মাথায় রেখেই রিয়েল লোকেশনেই হবে ছবির শুটিং। অর্থাৎ যে লর্ডসে দাঁড়িয়ে ১৯৮৩ সালে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিল কপিল অ্যান্ড কোম্পানি, সেই স্মৃতিকে একই লোকেশনেই হুবহু তুলে ধরা হবে। এর আগেও ক্রীড়াদুনিয়া এবং ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য নিয়ে ছবি তৈরি হয়েছে। ভারতীয় হকির উপর তৈরি দুটি ছবি মুক্তি পাবে চলতি বছরই। দলজিৎ দোসাঞ্জের ‘সুরমা’ এবং অক্ষয় কুমারের ‘গোল্ড’। এছাড়া ক্রিকেট দুনিয়ার তিন তারকা মহেন্দ্র সিং ধোনি, আজহারউদ্দিন এবং শচীন টেন্ডুলকারের জীবনকাহিনি ইতিমধ্যেই বড়পর্দায় ফুটে উঠেছে। এবার বিশ্বজয়ী নেতার নানা অজানা কিসসা জানতে মুখিয়ে দর্শকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে