ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত হল বাংলাদেশের নাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ২৩:১৩:৩৬
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত হল বাংলাদেশের নাম

অ্যান্টিগা টেস্টে উইন্ডিজ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিমার কোচ-মিগুয়েল কামিন্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সাকিবরা।

নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশের নাম। তবে এই নামটা যুক্ত থাকবে লজ্জার রেকর্ডের পাশে।

অ্যান্টিগা টেস্টে উইন্ডিজ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিমার কোচ-মিগুয়েল কামিন্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সাকিবরা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান এসেছে লিটন দাসের ব্যাট থেকে। সব মিলিয়ে এদিন বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ৪৩ রানে। যা টেস্টে সর্বনিন্ম দলীয় স্কোর টাইগারদের।

তবে নিজেদের সর্বনিন্ম দলীয় স্কোর গড়লেও অল্পের জন্য রক্ষা পেয়েছে টেস্টে সর্বনিন্ম দলীয় স্কোরের লজ্জায় পরা থেকে। ৬৩ বছর ধরে যে রেকর্ডটি নিজেদের করে রেখেছে নিউজিল্যান্ড।

১৯৫৫ সালে অকল্যান্ডে ইংলিশদের বিপক্ষে মাত্র ২৬ রানে অল আউট হয়েছিল তারা। এরপরের ৪টি সর্বনিন্ম স্কোর দক্ষিণ আফ্রিকায়। যথাক্রমে ৩০, ৩০, ৩৫ এবং ৩৬।

৩৬ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়াও। সেই ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৪২ রান করে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারত। আর বাংলাদেশের সমান ৪৩ রান নিয়ে আরও একবার নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে