ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

পরিসংখ্যানে মুখোমুখিঃ ফ্রান্স বনাম উরুগুয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ২২:৫৫:২৭
পরিসংখ্যানে মুখোমুখিঃ ফ্রান্স বনাম উরুগুয়ে

কোয়ার্টার ফাইনালঃ ফ্রান্স বনাম উরুগুয়ে

কোয়ার্টার এর পথে ফ্রান্স

গ্রুপ পর্বের ৩ ম্যাচের ২ টি তে জয় এবং একটি ড্র নিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স।গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং পেরুর সাথে জয়লাভ করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ক এর সাথে গোলশূন্য ড্র করে গ্রুপ সি চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।রাউন্ড অফ সিক্সটিনে মেসির আর্জেন্টিনা কে ৪-৩ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।

কোয়ার্টারের পথে উরুগুয়েগ্রুপ এ তে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছে উরুগুয়ে । গ্রুপ পর্বের ৩ ম্যাচের ৩ টি তে জয় নিয়ে ৯ পয়েন্ট অর্জন করে উরুগুয়ে।গ্রুপ এ থেকে প্রথম ম্যাচে মিশর, দ্বিতীয় ম্যাচে সৌদি আরব এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে সুয়ারেজ-কাভানির উরুগুয়ে ।রাউন্ড অফ সিক্সটিনে, রোনালদোর পর্তুগাল কে কাভানির জোড়া গোলের সুবাদে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে উরুগুয়ে।ফ্রান্সের উদযাপন

হেড টু হেডফ্রান্স এবং উরুগুয়ে এর আগে মোট ৮ বার মুখোমুখি হয়েছিল।

ফ্রান্সের জয়ঃ১

উরুগুয়ের জয়ঃ৩

ড্রঃ৪

বিশ্বকাপে মুখোমুখিঃবিশ্বকাপের মূলমঞ্চে ফ্রান্স ও উরুগুয়ে মোট ৩ বার মুখোমুখি হয়েছে। (১৯৬৬, ২০০২ এবং ২০১০)১৯৬৬ বিশ্বকাপে উরুগুয়ে ২-১ গোলে জিতলেও পরবর্তী দুই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।

ফ্রান্সের বড় জয়ঃফ্রান্স ২-০ উরুগুয়ে ( ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ, ১৯৮৫)

উরুগুয়ের বড় জয়ঃউরুগুয়ে ২-১ ফ্রান্স (১৯৬৬ বিশ্বকাপ)উরুগুয়ের উদযাপন

ফ্রান্স এবং উরুগুয়ে ফ্যাক্টঃ

বিশ্বকাপে কখনোই ফ্রান্সের কাছে হারেনি উরুগুয়ে।

ফ্রান্স বিশ্বকাপের শেষ ৯ ম্যাচে লাতিন দের সাথে কোন ম্যাচ জিততে পারেনি। (৫ জয়, ৪ ড্র)

ফ্রান্সের বড় শক্তিঃতরুণ দের উদ্দামতা এবং দলীয় টিমওয়ার্ক আশা জাগাচ্ছে ফ্রান্স কে। এমবাপ্পে, জিরুড আর গ্রিজম্যান এর আক্রমণ আর পগবা, ভারানে, উমতিতি দের সমন্বয় ফেভারিট এর তকমা দিয়েছে ফ্রান্সকে, সাইড বেঞ্চও বেশ শক্তিশালী তাদের।

উরুগুয়ের বড় শক্তিঃবার্সেলোনা শিবিরের অতন্দ্র প্রহরী সুয়ারেজ এবং পিএসজি সুপারস্টার কাভানি। সাথে আছে বিশ্বমানের রক্ষণ ভাগ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে