ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

আর্জেন্টিনার নতুন কোচ হচ্ছেন গার্দিওয়ালা!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ২২:৫৩:২১
আর্জেন্টিনার নতুন কোচ হচ্ছেন গার্দিওয়ালা!

বিশ্বকাপে তাঁর রণকৌশল পরিষ্কার ছিল না কারও কাছেই। চার ম্যাচেই সাম্পাওলি ভিন্ন ভিন্ন একাদশ খেলিয়েছেন। আর্জেন্টিনার কোচ হিসেবে ১৪ ম্যাচে অভিন্ন একাদশ কখনোই মাঠে নামাননি সাম্পাওলি। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে গুঞ্জন উঠেছে কোচ ছাটাইয়ের।

এখন নতুন গুঞ্জন ভেসে আসছে আর্জেন্টিনার কোচ হতে পারেন গার্দিওলা। এমন গুঞ্জনে গার্দিওলার নিজেও অবশ্য অবাক হওয়ার কথা। কেননা ইংলিশ ক্লাব ম্যান সিটির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন। এই বোমাটি ফাটিয়েছেন আর্জেন্টাইন দৈনিক ‘টিএন দেপোর্টিভো’র সাংবাদিক পাবলো চেশিনি। বাৎসরিক ১২ মিলিয়ন ডলারে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত গার্দিওলাকে কোচ নিয়োগ করতে চাচ্ছে এএফএ। পুরো টাকার অর্ধেক দিবে এএফএ এবং বাকি অর্ধেক দিবে আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল ‘তরনেওস’।

২০০৮-২০১০ সালে ম্যারাডোনা যখন আর্জেন্টিনার কোচ ছিলেন তখন একবার কথোপকথনের মাঝে আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন গার্দিওলা। মূলত মেসির খেলার ধরণ এবং গার্দিওলার খেলানোর স্টাইলের সঙ্গে আর্জেন্টিনার খেলার স্টাইলে অনেক মিল হওয়ার কারণে তাকে কোচ হিসেবে চাচ্ছে আর্জেন্টিনা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে