ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে উরুগুয়ের শিবিরে চিন্তার ভাঁজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১৬:২৫:২৪
ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে উরুগুয়ের শিবিরে চিন্তার ভাঁজ

কাভানির স্ক্যান রিপোর্টে জানা গেছে, ‘বাঁ পায়ের টুইন মাসলে ফ্লুইড জমেছে। তবে পেশির কোনও তন্তু ছেঁড়েনি।’ পর্তুগালের বিরুদ্ধে ম্যাচের পর কাভানি বলেছিলেন, ‘আশা রাখছি মারাত্মক কিছু ঘটেনি। কাফ মাসলে ব্যথা হচ্ছিল। বাধ্য হয়েই মাঠ ছেড়েছিলাম।’ কিন্তু পরিস্থিতি যেদিকে ইঙ্গিত দিচ্ছে তাতে কাভানিকে ঘিরে আশঙ্কা কাটছে না। অবশ্য মিডফিল্ডার রডরিগো বেনটাঙ্কুর বলেছেন, ‘কাভানি খোশমেজাজেই আছেন। সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছে। ও প্রতিদিন কীভাবে সেরে উঠছে আপাতত আমাদের সবার চোখ সেদিকেই।’

শুধু কাভানি নয়, উরুগুয়ে শিবিরে আশঙ্কা দেখা দেয় সুয়ারেজকে নিয়েও। মঙ্গলবার নিঝনি নভগোরদে অনুশীলনের সময় ডান পায়ে টান ধরে তাঁর! পরে অবশ্য তিনি অনুশীলন করেন। পরে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সাফ জানালেন, ‘এমবাপেকে আমরা আটকাতে পারি।’

যিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপের বাইরে বের করে দিয়েছেন, তাঁকে আটকানো কি এত সহজ? সুয়ারেজের কথায়, ‘এমবাপে ভাল প্লেয়ার, সবাই জানে। তবে জেনে রাখুন, আমাদের রক্ষণ আঁটসাঁট। ওকে আটকানোর ক্ষমতা রাখে।’

তবে শুধু এমবাপে নয়, ফ্রান্স দলকে নিয়ে চিন্তা করার আরও কারণ আছে, মনে করেন সুয়ারেজ। আলাদা করে গ্রিজম্যানের নাম উল্লেখ করেছেন, ‘ওর বাঁ পা দুর্দান্ত। ও নিজেকে অর্ধেক উরুগুয়ের মানুষ বলে দাবি করে। তবে ও জানে না উরুগুয়ের ফুটবলারদের নিষ্ঠা, একাগ্রতা। কতটা উজাড় করে দেয় নিজেদের।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে