ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কুলদ্বীপের ঘূর্ণির পর রাহুলের শতকে ইংল্যান্ডে ভারতের সহজ জয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১৬:২৪:২৯
কুলদ্বীপের ঘূর্ণির পর রাহুলের শতকে ইংল্যান্ডে ভারতের সহজ জয়

ইংল্যান্ডের দেয়া ১৬০ রানে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ানকে ৪ রানে হারালেও রোহিত শর্মা ও কেএল রাহুল ১০৭ রানের জুটি গড়ে ভারতকে সহজ জয়ের ভীত গড়ে দেন। ১০৭ রানের জুটিতে রোহিত করেন মাত্র ৩২ রান। রোহিত ফিরে গেলে অধিনায়ক কোহলিকে নিয়ে বাকি কাজটুকু শেষ করেন রাহুল।

এর মধ্যে তিনি তুলে নেন আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের দ্বিতীয় শতক। মাত্র ৫৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন রাহুল। এছাড়া কোহলি ২০ রানে অপরাজিত থাকেন। ফলে ১০ বলে বাকি থাকতেই ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় ভারত।

এর আগে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে ডাকেন অধিনায়ক কোহলি৷ প্রথম ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে ইয়ন মর্গ্যানের দল৷

আয়ারল্যান্ড সফরের পর ইংল্যান্ড সফরের শুরুতেই ভারতীয় স্পিন ম্যাজিকের সামনে মুখ থুবড়ে পড়ল ব্রিটিশদের ব্যাটিং৷ যদিও ওপেনার জোস বাটলার এবং জেসন রয়ের ব্যাটে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড৷ ৫ নম্বর ওভারের শেষ বলে ব্রিটিশ

ওপেনার জুটিতে ভাঙন ধরান উমেশ যাদব৷ ৩০ রানে বোল্ড করে রয়-কে প্যাভিলিয়নের রাস্তা দেখান উমেশ৷ রয় আউট হওয়ার পর একদিকে বাটলার উইকেট সামলে রাখলেও অন্যদিকে কুলদীপ, উমেশ যাদবদের সামনে দাঁড়াতে পারেননি কোনও ব্রিটিশ ব্যাটসম্যান৷

ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান, ফার্স্ট ডাউনে ব্যাট করতে আসা হ্যালস, জো রুট এবং জনি ব্যায়ারিস্টোকে প্যাভিলিয়নের রাস্তা দেখান কুলদীপ৷ এর মধ্যে শূন্য রানে আউট হন বেয়ারস্টো এবং জো রুট৷ ৮ এবং ৭ রান করে ফিরে যান হ্যালস এবং ব্রিটিশ ক্যাপ্টেন মর্গ্যান৷ এরপর একা লড়াই চালান বাটলার৷

তবে ১৮ নম্বর ওভার বল করতে এসে বাটলারকেও থামিয়ে দেন কুলদীপ৷ ৪৬ বলে ৬৯ রানে বিরাট কোহলির হাতে ধরা পড়েন ব্রিটিশ ওপেনার৷ ইনিংসটিতে আটটি ৪ এবং দু’টি ৬ মারেন বাটলার৷

বাটলার আউট হওয়ার পর ইংল্যান্ডের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ করেন ডেভিড উইলে৷ ২টি ছয় এবং ২টি চারের সাহায্যে ১৫ বলে ২৯ রানে অপরাজিত থেকে ব্রিটিশদের স্কোরকে ১৫০ পার করান ব্রিটিশ পেসার৷ ২০ ওভারে বিরাটদের টার্গেট ১৬০ রান।

ভারতের কুলদ্বীপ যাদব একাই নেন পাচ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে