ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শেষ মুহুর্তে টাইগার একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস; তিন উইকেটরক্ষকসহ আরো থাকছেন যারা…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১৬:১৭:৫৬
শেষ মুহুর্তে টাইগার একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস; তিন উইকেটরক্ষকসহ আরো থাকছেন যারা…

শোণা যাচ্ছে, প্রথম টেস্টে একাদশে থাকতে পারেন তিন উইকেটরক্ষক। মুশফিক ও লিটনের পাশাপাশি ব্যাটিং গভীরতা বাড়াতে একাদশে থাকছেন নূরুল হাসান সোহান। আর এমনটা হলে এই প্রথম একাদশে তিন উইকেটরক্ষক নিয়ে মাঠে নামবে টাইগাররা। এছাড়াও উইকেট থেকে পেসার বেশি সুবিধা পেতে পারে। তাই এক স্পিনার ও তিন পেসার নিয়েই মাঠে নামবে টাইগাররা। তাছাড়া স্পিন বোলিংয়ের জন্য সাকিব এবং মাহমুদউল্লাহও আছেন।

এদিকে, বাজে ফর্মের কারণে একাদশে ইমরুল কায়েসের না থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তামিমের সঙ্গী হিসেবে ওপেন করবেন লিটন দাস। তবে শেষ মুহুর্তে বেশ কিছু পরিবর্তনের আভাস থাকছে ।

তিন নম্বর পজিশন নিয়ে চিন্তা নেই কোচ রোডসের। কাড়ণ এই পজিশনটা মমিনুল হক নিজের করে নিয়েছেন। এরপর যথারীতি থাকবেন সাকিব, মাহমুদউল্লাহ এবং মুশফিক।

সাত নম্বরে উইকেটরক্ষক সোহানের থাকার সম্ভাবনা বেশি। আটে থাকছেন স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ। তবে একাদশে তাইজুলের না থাকার সম্ভাবনা বেশি।

এরপর নয়ে পেস বোলার হিসেবে রুবেল হোশেন থাকছেন এটা প্রায় নিশ্চিত। অন্যদিকে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে এগিয়ে আছেন শফিউল। আর এই দুজনের সঙ্গে থাকতে পারেন আবু জায়েদ রাহী। সেক্ষেত্রে এই ম্যাচেই অভিষেক হবে রাহীর।

সম্ভাব্য টাইগার একাদশতামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে