ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

‘ব্রাজিলকেও শেষ মুহূর্তে গোল দিয়ে ১-০ ব্যবধানে হারাবো’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১৫:১৪:৫১
‘ব্রাজিলকেও শেষ মুহূর্তে গোল দিয়ে ১-০ ব্যবধানে হারাবো’

কিন্তু জাপানের সঙ্গে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে ম্যাচ জেতার পর আত্মবিশ্বাসের কমতি নেই এই ম্যান সিটি তারকার। শেষ সময়ে গোল দিয়ে হলেও ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারাতে চান সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ জয়ী এই ফুটবলার।

জাপানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর এক সাক্ষাৎকারে ডি ব্রুয়েন বলেন, ‘ জাপানের বিপক্ষে দুর্দান্ত কামব্যাক আমাদেরকে শিখতে সাহায্য করবে কীভাবে আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব। মাঠে গোল খুব দরকার এবং আমরা চেষ্টা করবো গোল বের করে আনতে। এখানে দ্রুত উন্নতি করার সময় নেই। যদি হারেন তাহলে বাদ আপনি। যদি আপনি জয়ের চেষ্টা করে হারেন সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারবেন।’

টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ব্রাজিলের বিপক্ষে কেমন খেলবেন, এমন প্রশ্নের জবাবে ডি ব্রুয়েন বলেন, ‘টুর্নামেন্টে এখন যেসব দল টিকে আছে সবারই কোয়ালিটি রয়েছে। ব্রাজিলের কোয়ালিটি থাকলেও আমার কিছু যায় আসে না। আমি ৯০ মিনিটে হলেও তাদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিততে চায় কিন্তু আমরা সবাই জানি ব্রাজিল খুব শক্তিশালী দল। আমরা অনেক খেলোয়াড়কে জানি। আমাদের নিজেদেরও আলাদা দক্ষতা রয়েছে ম্যাচ বের করে আনার। শেষ মুহূর্তে হলেও আমরা ওদের ১-০ ব্যবধানে হারাবো’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে