ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

পুরো ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে হঠাৎ করে বিদায় নিলেন জনপ্রিয় তারকা পেসার টিম সাউদি*** আল্লাহর জিকিরে আসে আত্মার প্রশান্তি*** আইপিএল মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের শর্ট লিস্ট তৈরি আছেন এক বাংলাদেশী ক্রিকেটার*** পর্তুগাল–পোল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময় সূচি*** চরম উত্তেজনায় অবিশ্বাস্য ভাবে শেষ আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল*** ভিনিসিয়াসের পেনাল্টি মিস, চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচ, দেখেনিন ফলাফল*** গতির ঝড় তুলে আইপিএলে ৭৫ লাখ রুপিতে যে দলে নাহিদ রানা, দেখেনিন তাসকিন ও মুস্তাফিজের অবস্থান***

২৫ বছর বয়সেই মন্ত্রী!

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১৫:০৭:৩৫
২৫ বছর বয়সেই মন্ত্রী!

সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেন সাঈদ সাদিক। দেশের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, তার মতো তরুণকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে সরকার এটাই প্রমাণ করল যে, তারা তরুণ নেতৃত্বকে স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, সরকার বিশ্বাস করে যে, দেশের তরুণদের হাতে নিজেদের ভাগ্য এবং ভবিষ্যত নির্ধারিত হবে। এই নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে দেশের চালিকাশক্তিতে তরুণদের অংশগ্রহণ বাড়বে।

১৯৯২ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন এ তরুণ রাজনীতিবিদ। দেশটির জুহর প্রদেশের পুলাই থেকে নির্বাচনে জিতে পার্লামেন্টে ঠাঁই করে নেন তিনি। এত অল্প বয়সে দায়িত্ব পাওয়ায় সাঈদ সাদিক প্রশংসার সাগরে ভাসছেন রীতিমত। তবে অনেকে সমালোচনা করেছেন, গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার মত তার যোগ্যতা হয়েছে কিনা।

তবে সাঈদ জানান, যে দায়িত্ব তিনি পেয়েছেন তা যথাযতভাবে পালন করার চেষ্টা করে যাবেন। সবাই মিলে কাজ করলে সফলতা অর্জন সম্ভ্যব বলে তিনি বিশ্বাস করেন।

সাঈদ রয়েল মিলিটারি কলেজে পড়াশোনা করলেও পরবর্তীতে মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে