ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

রণবীর সিংয়ের সঙ্গে লড়াইয়ে নামলেন রণবীর কাপুর!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১৫:০৫:০৩
রণবীর সিংয়ের সঙ্গে লড়াইয়ে নামলেন রণবীর কাপুর!

বরাবরই বিভিন্ন সাক্ষাত্কারে কোনওরকম রাগ ঢাক না করেই রণবীর সিংকে নিজের সাফল্যের মাপকাঠি হিসাবে দেখে এসেছেন রণবীর কাপুর। বংশগতভাবে, জিনগতভাবে অভিনয় দক্ষতা পেয়েও কোথাও যেন রণবীর সিং তাকে ছাপিয়ে গেছেন। একথা বহুবার স্বীকার করেই ফেলেছেন রণবীর কাপুর। তবে ঈর্ষা নয়, রণবীর সিং তাকে ভালো কাজের অনুপ্রেরণা যোগায়, এটাও মেনেছেন। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

তবে 'সঞ্জু' সাফল্য রণবীর কাপুরকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে রণবীরের অভিনয় প্রশংসিত হয়েছে। বক্স অফিসে মাত্র ৪ দিনেই ১৪৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন 'সঞ্জু'। অনেক রেকর্ডই ভেঙেছেন, এবার রণবীর কাপুরের 'সঞ্জু'র সামনে রণবীর সিং-এর 'পদ্মাবত'-এর রেকর্ড ভাঙার পালা। যদিও এখনও 'পদ্মাবত'-এর রেকর্ড ছুঁতে অনেকটা পথ যেতে হবে 'সঞ্জু'র। কারণ বক্স অফিসে 'পদ্মাবত'-এর ব্যবসার পরিমাণ ছিল ৩০০ কোটির টাকার উপরে। আর 'সঞ্জু' এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ১৪৫ কোটির ঘরে।

সে যাই হোক, তবে 'সঞ্জু'র সাফল্যের পরই নিজেকে রণবীর সিংয়ের যোগ্য প্রতিযোগী মনে করছেন রণবীর কাপুর। তার কথায়, এবছর বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশানে 'পদ্মাবত' এর সঙ্গে 'সঞ্জু'র পুরস্কার জেতার লড়াই হবে। প্রসঙ্গত, 'পদ্মাবত' মুক্তি পেয়েছিল এবছরেরই ২৫ জানুয়ারি। আর 'সঞ্জু' মুক্তি পেয়েছে ২৯ জুন। তাই এবার 'পদ্মাবত'-এর সঙ্গে 'সঞ্জু' লড়াই আসন্ন।

তবে রণবীর সিংয়ের সঙ্গে তার প্রতিযোগিতা প্রসঙ্গে পিটিআইকে রণবীর কাপুর বলেন, 'আমি 'পদ্মাবত' দেখেছি। সেখানে রণবীর সিংয়ের পারফরম্যান্সে আমি প্রায় বোল্ড হয়ে গেছি। আমার ওকে বিষ্ময়কর লেগেছে। আমি ওর সঙ্গে লড়াইয়ে নামতে চাই।

ওকে (রণবীর সিং) আমি আমার প্রতিযোগিতার মাপকাঠি মনে করি। এটা একটা দারুণ ব্যাপার, আর এটাই আমাদের আরও ভালো কাজে সাহায্য করবে। রণবীর (সিং) আমাকে অনুপ্রেরণা যোগায়, উত্সাহিত করে। একটা সময় ওর ফিল্ম বক্স অফিসে ভালো ব্যবসা করেছে, তারপর আমার। আশা রাখছি একটা সময় আসবে যখন আমার ছবিও ভালো ব্যবসা করবে। এটা একটা দারুণ ব্যাপার। ও ওর মতো, আমি আমার মতো। তবে আমি তার সঙ্গে একটা প্রজেক্টে কাজ করতে চাই।'

প্রসঙ্গত, রণবীর কাপুর ও রণবীর সিং দুজনেই যে অসাধারণ অভিনেতা সেকথা সত্যিই বলার অপেক্ষা রাখে না। একদিকে রণবীর কাপুরের 'ওয়েক আপ সিড', 'রাজনীতি', 'রকস্টার', 'বরফি'র মতো ছবি, তো অন্যদিকে রণবীর সিংয়ের 'রামলীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'-এর মতো ছবি। সত্যিই দুই রণবীরই একে অপরের প্রতিযোগিতার যোগ্য তা মানতেই হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে