ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সিয়ামে সালমান ও পূজায় নিজেকে খুঁজে পেলেন শাবনূর

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১৫:০৩:৫৭
সিয়ামে সালমান ও পূজায় নিজেকে খুঁজে পেলেন শাবনূর

এখানে আরও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, চিত্রনায়ক বাপ্পারাজ, ওমর সানি, সিয়াম আহমেদ, অমিত হাসান, চিত্রনায়িকা মৌসুমী, মৌসুমী হামিদ, অভিনেত্রী মুমতাহিনা টয়া, বাঁধন, সংগীতশিল্পী কনা ও পরিচালক রায়হান রাফি, দীপঙ্কর দীপন প্রমুখ।

ঈদ উপলক্ষে গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পোড়ামন টু’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমায় তাদের অভিনয় দেখে অনেকটাই নষ্টালজিক হয়ে পড়েন শাবনূর। তাদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।

পূজার অভিনয়ের প্রশংসা করে শাবনূর বলেন, ‘‘ছবিটি দেখতে দেখতে মনে হচ্ছিলো, পূজার মধ্যে আমি আমাকেই দেখছি। আমার মতোই চঞ্চল ও। নতুন হিসেবে খুব ভালো অভিনয় অভিনয় করেছে পূজা। ও যদি মাথা ঠিক রেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে ওর ভবিষ্যত উজ্জ্বল হবে। আমাদের এখানে জনপ্রিয়তা পাওয়ার পরে অনেকেই সেটা ধরে রাখতে পারেন না। আশা রাখি পূজা সেটা পারবে। মাথা ঠান্ডা রেখেই ওকে এগিয়ে যেতে হবে। ওর জন্য অনেক অনেকে শুভকামনা থাকলো।’’

সিয়ামের অভিনয়ও মুগ্ধ করেছে শাবনূরকে। সিয়ামের প্রশংসা করে শাবনূর বলেন, ‘পুরো সিনেমাতেই ভীষণ ভালো অভিনয় করেছে সিয়াম। সালমান শাহ’র একজন পাগল ভক্তের চরিত্রে অভিনয় করেছেন সে। নিজেও অভিনয় করার চেষ্টা করেছে সালমানের মতো। আমার মনে হয়ে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি একজন ভালো নায়ক পেয়েছে। ওকে দেখে রাখবেন, ভালো করে দিক-নির্দেশনা দেবেন। ও খুব সাবলীল একজন অভিনেতা।’

পরিচালক রায়হান রাফির প্রসঙ্গ টানতেও ভুলেননি শাবনূর। তিনি হাত ধরে রাফিকে নিজের পাশে নিয়ে গেলেন সিনেমা শেষে মতবিনিময়ের সময়। রাফির জন্য বলেন, ‘ছবিটিতে রাফি দারুণ কাজ করেছে। শিল্পী নির্বাচন, কোরিওগ্রাফি, ক্যামেরা, লাইট, লোকেশন-সবকিছুতেই সে সেরাটা বাছাই করতে চেয়েছে। ‘পোড়ামন ২’ দেখতে দেখতে মুগ্ধ হয়েছি বারবার। এই কারিশমা পরিচালকের।’

জাজের কর্ণধার আব্দুল আজিজের উদ্দেশ্যে শাবনূর বলেন, ‘আজিজ ভাই ভালো ভালো সিনেমা উপহার দেয়ার চেষ্টা করেন সব সময়। তার এই প্রচেষ্টা যেনো সব সময় অব্যহত থাকে।’

ঈদের তৃতীয় সপ্তাহেও সিনেমা হলে চলছে অলটাইম নিবেদিত ছবিটি। এখনও সমান তালেই দর্শক উপভোগ করছেন ‘পোড়ামন ২’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে