ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি আছে বাংলাদেশের যে ৭ ব্যাটসম্যানের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১৩:১০:২৩
টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি আছে বাংলাদেশের যে ৭ ব্যাটসম্যানের

বাকি দুটি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। ২০০২ সালের ৮ ডিসেম্বর প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। আর ২০০৪ সালে সর্বপ্রথম টেস্ট ম্যাচে ড্র করে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সর্ব প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। ওই সিরিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটি ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ।

আসুন দেখে নিই টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন যারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ৮ ম্যাচে ১৬ ইনিংসে ৬৮৬ রান সংগ্রহ করেছেন তামিম। ৪২.৮৭ গড়ে পাঁচটি অর্ধশতক এবং একটি শতক অাছে তামিম ইকবালের। তামিম ইকবালের পরে রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তামিমের সাথে সমান সংখ্যক ম্যাচে ১৬ ইনিংসে ৫৫৮ রান করেছে মুশফিকুর রহিম। দুটি অর্ধশতক সহ একটি শতক আছে মুশফিকুর রহিমের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। ১১ ইনিংসে ৫৩২ রান সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। ৫৩.২২ গড়ে পাঁচটি অর্ধ শতক করেছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন সেঞ্চুরির দেখা পান নি হাসান।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশের মাত্র ৭ জন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছেন। বাংলাদেশের হয়ে আবুল হাসান রাজু, মোহাম্মদ রফিক, নাঈম ইসলাম, হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহিম, তামিম ইকবাল প্রত্যেকে একটি করে সেঞ্চুরি করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে