ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘জিম’ এভাবে বদলে দিল রণবীরকে!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১০:৪৫:০৩
‘জিম’ এভাবে বদলে দিল রণবীরকে!

আপাতত ‘সিম্বা’র শুটিং নিয়ে ব্যস্ত রণবীর। সেই সেট থেকেই তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক রোহিত শেঠি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এসেছিল যখন তখন শিশু। আর এখন বাঘ হয়ে গেছে।’

রণবীরের বদল সত্যিই চোখে পড়ার মতো। জোয়া আখতারের ‘গাল্লি বয়’ হোক বা রোহিতের ‘সিম্বা’ নিজেকে একেবারে বদলে ফেলেছেন অভিনেতা। আর এই সুযোগে রণবীরের কয়েক বছর আগের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিনেতার অনুরাগীদের সৌজন্যে।

জিমে যাওয়া রণবীরের রুটিন। শরীর চর্চা ছাড়া একদিনও থাকেন না তিনি। শুটিংয়েও কখনও কখনও তার সঙ্গে যান পার্সোনাল ট্রেনার। ‘পদ্মাবত’-এর জন্যও রণবীরের পরিশ্রম চোখে পড়েছিল সকলের। সব মিলিয়ে তার এই পরিবর্তন দেখে উৎসাহী হচ্ছেন অনেকেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে