ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

দেখে নিন রাশিয়া বিশ্বকাপের শেষ আটের লাইনআপ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১০:৪০:২১
দেখে নিন রাশিয়া বিশ্বকাপের শেষ আটের লাইনআপ

শনিবার শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টারের টিকিট কাটে ফ্রান্স। একই দিন পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে ফ্রান্সের সঙ্গী হয় উরুগুয়ে। রোববার স্পেনকে টাইব্রেকারে ১(৪)-১(৩) গোলে হারায় রাশিয়া। পরের ম্যাচেও টাইব্রেকারে ডেনমার্ককে ১(৩)-১(২) গোলে হারায় ক্রোয়েশিয়া। সোমবার মেক্সিকোকে ২-০ গোলে হারায় ব্রাজিল। আর জাপানকে ৩-২ গোলে হারিয়ে সেলেকাওদের সঙ্গী হয় বেলজিয়াম। মঙ্গলবার সুইজারল্যান্ডকে একমাত্র গোলে হারায় সুইডেন। কলম্বিয়াকে টাইব্রেকারে ১(৪)-১(৩) গোলে হারায় ইংল্যান্ড।

শুক্রবার থেকে শুরু হবে সেরা আটের লড়াই। অর্থাৎ মিশন সেমি ফাইনাল। নিজনি নভগোরোদে দিনের প্রথম ম্যাচে রাত ৮টায় উরুগুয়ে খেলবে ফ্রান্সের বিপক্ষে। কাজানে রাত ১২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম। শনিবার সামারাতে সুইডেন ও ইংল্যান্ড ম্যাচ রাত ৮টায়। সোচিতে স্বাগতিক রাশিয়া ও ক্রোয়েশিয়ার ম্যাচ রাত ১২টায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে