ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কলম্বিয়া-ইংল্যান্ড ম্যাচে যতো রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৪ ১০:৩৯:২২
কলম্বিয়া-ইংল্যান্ড ম্যাচে যতো রেকর্ড

বিশ্বকাপ ইতিহাসে ১ম বারের মতো পেনাল্টিতে জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড।

৯৯

এদিন কলম্বিয়ার পক্ষে গোল করেন ইয়েরি মিনা। সেটি ইনজুরি সময়ে। বিশ্বকাপে ৯০ মিনিটে গড়ানো ম্যাচে হেড থেকে ৯৯তম গোল এটি।

ইয়েরি মিনা রাশিয়া বিশ্বকাপে ৩টি গোল করলেন হেড থেকে। ২০০২ সালে জার্মানির মিরস্লাভ ক্লোসা করেছিলেন ৫টি। এরপর এটিই সর্বোচ্চ।

হ্যারি কেইন এদিন টুর্নামেন্টে নিজের ৬ষ্ঠ গোলের দেখা পেলেন। এখন পর্যন্ত এবারের আসরে সর্বোচ্চ। টানা তিন ম্যাচে ৬ গোলের কীর্তির তার। ১৯৩৯ সালে টমি লটনের পর যা কোনো ইংলিশের এই প্রথম।

কলম্বিয়ার বিপক্ষে ৬ বারের দেখায় সবকটিতেই অপরাজিত থাকল ইংল্যান্ড। ৪টিতে জয়, হার ২টিতে।

৯২:৩৩

এদিন নির্ধারিত সময়ে এগিয়ে যাওয়ার পর ৯২:৩৩ মিনিটে গোল হজম করে ইংল্যান্ড। বিশ্বকাপের ম্যাচে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে এই প্রথম গোল হজম করল ইংল্যান্ড।

১৯৯৮

এদিন টাইব্রেকারে কলম্বিয়ার পঞ্চম শটটি রুখে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের ডেভিড সিম্যান পেনাল্টি রুখে ছিলেন। এরপর পিকফোর্ডই প্রথম কোনো ইংলিশ গোলরক্ষক যিনি বড় কোনো টুর্নামেন্টে পেনাল্টি রুখে দেওয়ার কৃতিত্ব দেখালেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে