ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

এই মাত্র শেষ হল সুইডেন বনাম সুইজারল্যান্ডের উত্তেজনাকর খেলাটি , দেখুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ২১:৫৮:৪২
এই মাত্র শেষ হল সুইডেন বনাম সুইজারল্যান্ডের উত্তেজনাকর খেলাটি , দেখুন ফলাফল

ম্যাচে বল দখলের হিসেবেও সুইডেনর থেকে এগিয়ে সুইজার‌ল্যান্ড। তবে সুইডেন গোল দিয়ে এগিয়ে যাওয়ার মতো ভালো কিছু আক্রমণ করেছে এ ম্যাচের শুরুতে। গোল করে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ সুইজারল্যান্ডও পেয়েছে।

মঙ্গলবার ম্যাচের শুরুতেই গোল দেওয়ার সুযোগ পায় সুইডেন। এবারের বিশ্বকাপে কাউন্টার অ্যাটাকের দারুণ প্রয়োগ দেখা গেছে। সুইডেনও কাউন্টার অ্যাটাক নির্ভর খেলেছে গ্রুপ পর্বে। তা থেকে গোলও পেয়ে যাচ্ছিল স্ক্যান্ডিনেভিয়ান জায়ান্ট কিলাররা। সাত মিনিটে আবার আক্রমণ করে সুইডেন। তার পরের মিনিটে আর সুযোগ বলা চলে না। গোল মিস করেছে সুইডেন। ২৪ মিনিটে সুইসদের আক্রমণ গোল খেতে বসেছিল সুইডেন।

২৮ মিনিটে আবার গোলের সুযোগ পায় সুইজারল্যান্ড। কিন্তু কাজে লাগাতে পারেনি সে সুযোগ। ৩৪ মিনিটে গোল মিস করে জাকা মাথায় হাত তুলেছেন। ৩৮ মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পায় সুইডেন। পায়ের টাস দিয়ে গোল করতে চেয়েছিলেন সুইডেন ফুটবলার। কিন্তু হেড দিলে হয়তো গোল পেয়ে যেতেন তিনি। প্রথমার্ধে কোন গোল করতে না পেরে শেষ পর্যন্ত গোল শূন্য সমতা নিয়ে শেষ করে দু’দল।দ্বিতিয়ার্ধে ৬৬ মিনিটে সুইডেনের ইমিল ফর্সবারগের গোলে জয় তুলে নেয় সুইডেন। আজকের ম্যাচের স্কোর-কার্ডঃ ৯০ মিনিট শেষে ফলাফল সুইডেন ১ সুইজারল্যান্ড ০ ।৬৬ মিনিটে ইমিল ফর্সবারগের গোলে এগিয়ে যায় সুইডেন ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে