ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ম্যাচের ১ম গোল! ৭৬ মিনিট শেষে দেখুন সুইডেন বনাম সুইজারল্যান্ড ম্যাচের ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ২১:৪১:১০
ম্যাচের ১ম গোল! ৭৬ মিনিট শেষে দেখুন সুইডেন বনাম সুইজারল্যান্ড ম্যাচের ফলাফল

প্রথম দিকে খেই হারিয়ে ফেললেও সুইডেনের পারফরম্যান্স রাশিয়া বিশ্বকাপে মনে রাখার মতো। শেষ পর্যন্ত তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব সিক্সটিনের টিকিট পেয়েছে। ৪-৪-২ ফরমেশন তাদের হয়ে বেশ ভালো কাজ করেছে। মার্কস বার্গ এবং ওলা টয়ভনেন সুইডেনের স্ট্রাইকার হিসেবে আক্রমণভাগে নিজেদের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছে। চলতি বিশ্বকাপে সুইডেনের নেওয়া ৩৭টি শটের ২১টিই নিয়েছেন এমিল ফর্সবার্গ ও মার্কস বার্গ। তবে দুজনের কেউই কোনো গোল করতে পারেননি।

অন্যদিকে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা সুইজারল্যান্ড এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে। তবে এবার তাদের স্বপ্ন অতীতের সর্বোচ্চ সফলতাকে ছাড়িয়ে যাওয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে রাশিয়া বিশ্বকাপের পথচলাটা বেশ ভালোভাবেই শুরু করে সুইজারল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে অংশগ্রহণের সম্ভাবনা উজ্জ্বল করে সুইসরা এবং গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ড্র করলে গ্রুপ রানারআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ নিশ্চত হয় তাদের। সুইডেনের বিপরীতের সুইজারল্যান্ডের ফরমেশন বেশ নমনীয় এবং পরিবর্তনশীল।

আজকের ম্যাচের স্কোর-কার্ডঃ ৭৬ মিনিট শেষে এখন পর্যন্ত ফলাফল সুইডেন ১ সুইজারল্যান্ড ০ ।দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ চালাচ্ছে ।৬৬ মিনিটে ইমিল ফর্সবারগের গোলে এগিয়ে যায় সুইডেন ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে