ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ইতালিতে বিয়ে, আমন্ত্রণ পেলেন শাহরুখ-অর্জুন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ২১:২১:৫১
ইতালিতে বিয়ে, আমন্ত্রণ পেলেন শাহরুখ-অর্জুন

ডিএনএ-সূত্রে খবর, বিরাট ও অানুশকার মতো ইতালিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বাজিরাও মাস্তানির জুটি। নভেম্বরের ১২ থেকে ১৬ তারিখের মধ্যেই ঠিক হয়েছে রণবীর-দীপিকার বিয়ের দিন। প্রথমে সংশয় থাকলেও, তবে এখন আর সেটা নেই।

বলিউড সূত্রে খবর, রণবীর ও দীপিকা তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবকে নভেম্বরের ১২-১৬ তারিখের মধ্যে সময়টা ফাঁকা রাখতে বলেছেন। আর সেখান থেকেই বিয়ের কথা ফাঁস হয়েছে।

জানা যাচ্ছে, রণবীরের ‘সিম্বা’র শুটিংও নভেম্বরের আগেই শেষ হচ্ছে। আর দীপিকাও এই মুহূর্তে কোনো ছবির শুটিং করবেন না বলেই জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। পরিবারে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ জুটি। পরে মুম্বাই ফিরে তারা বিশেষ রিসেপশন পার্টি করবেন। দীপিকা-রণবীরের বিয়ের অনুষ্ঠানে ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন শাহরুখ ও অর্জুন কাপুরসহ আরো অনেকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে