ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সারা খুবই প্রতিভাবান : সুশান্ত সিং

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ২১:১৬:১৩
সারা খুবই প্রতিভাবান : সুশান্ত সিং

বলিউডে সাইফ কন্যার এটি প্রথম সিনেমা হলেও তার প্রতিভার প্রশংসা করেছেন সহ-অভিনেতা সুশান্ত। এ অভিনেতা বলেন, ‘সারা খুবই প্রতিভাবান। তার সঙ্গে কাজ করাটা অনেক দারুণ অভিজ্ঞতা ছিল। আশা করছি, পর্দায় আমাদের দেখে দর্শকরাও অনেক মজা পাবেন।’

শোনা যাচ্ছে, গ্রামীণ একটি পটভূমিতে নির্মিত প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে কেদারনাথ। সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। সিনেমাটির প্রথম পর্বের শুটিং খুব ভালোভাবে হলেও পরবর্তী সময়ে এটি নিয়ে তৈরি হয় জটিলতা। প্রযোজক প্রেরণা আরোরার সঙ্গে অভিষেক কাপুরের বিবাদ শুরু হয়। পরবর্তী সময়ে রনি স্ক্রুওয়ালা কেদারনাথ সিনেমার প্রযোজনার ভার নেন।

এখানেই শেষ নয়, কেদারনাথ নিয়ে জটিলতা তৈরি হলে রণবীর সিংয়ের সঙ্গে সিম্বা সিনেমায় চুক্তিবদ্ধ হন সারা। কিন্তু যখন অভিষেক কাপুর তার সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান তখন সারার এজেন্সি জানায়, তিনি শিডিউল দিতে পারবেন না কারণ ওই সময়টিতে সিম্বা সিনেমার শুটিং করতে হবে। এরপর বিষয়টি সমাধানের জন্য আদালতের শরণাপন্ন হন অভিষেক কাপুর।

যদিও পরবর্তী সময়ে সিম্বা সিনেমার নির্মাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন অভিষেক। জানা যায়, সারা একই সঙ্গে কেদারনাথ ও সিম্বা সিনেমার শুটিং করবেন। তিনি যখন সিম্বা সিনেমার শুটিং করবেন, তখন তাকে ছাড়া কেদারনাথ’র শুটিং হবে। একইভাবে তিনি অপর সিনেমার শুটিং করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে