ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ফ্রিতে বিরিয়ানি-প্রাণ আপ খাওয়াচ্ছেন ব্রাজিল সমর্থক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ২০:০৫:১৫
ফ্রিতে বিরিয়ানি-প্রাণ আপ খাওয়াচ্ছেন ব্রাজিল সমর্থক

জানা গেছে, ২০১৮ বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কুমারখালিতে চলছে নানা ধরনের বিনোদন ও খানাপিনা। তারই অংশ হিসেবে পান্টি বাজারের 'জামান স্টোর' প্রায় ৫ হাজার পিছ কোমল পানীয় 'প্রাণ আপ' বিতরণ করেছে। টানা তিনদিন ধরে চলছে বিরিয়ানি ও ডিম-পরোটা খাওয়ানোর মহোৎসব।

জামান স্টোরে গিয়ে দেখা মিলল ব্রাজিলের পাগলাটে সমর্থক জামানের সঙ্গে। তার বিছানা-চাদর, দোকানের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুতেই ব্রাজিলের পতাকার ছোঁয়া। যেন এক ফালি ব্রাজিলের পতাকা জুড়ে রয়েছে গোটা দোকান। এমনকি খাবারেও ব্রাজিলীয় পতাকার হলুদ ও সবুজ রঙের স্পর্শ।

জানতে চাইলে জামান বলেন, ব্রাজিলের খেলার প্রতি ভালোবাসা থেকেই তার এ ব্যতিক্রমী উদ্যোগ। বিশ্বকাপ ফুটবলের প্রতি ভালোবাসা জানাতে ও নেইমারদের জয়ে আনন্দ করতেই ব্যক্তিগত খরচে খাবার ও কোমল পানীয় বিতরণ করছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে