ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ফুটবলারদের দিকে ডিম ছোড়ার ঘটনা তদন্ত করবে না কোরিয়ান পুলিশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ১৯:১০:৪৫
ফুটবলারদের দিকে ডিম ছোড়ার ঘটনা তদন্ত করবে না কোরিয়ান পুলিশ

গ্রুপ পর্বের তৃতীয় হয়েই বিশ্বকাপের মঞ্চ ছাড়তে হয় কোরিয়ানদের। ইতিমধ্যেই দেশেও ফিরে গেছে দক্ষিণ কোরিয়ান জাতীয় দল। তবে দেশে ফেরার দিন ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এক বিব্রতকর ঘটনা।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত কোরিয়ান খেলোয়াড়দের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে, যা কিনা খেলোয়াড়দের গায়ে এসে পড়ে। এরপর থেকেই এ নিয়ে শুরু দারুণ আলোচনা সমালোচনা। দাবি উঠে তদন্ত ও বিচারের।

তবে এ বিষয়ে কোন আর কোন তদন্ত হবেনা বলে নিশ্চিত করেছেন ইনচিয়ন বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা। তার দেওয়া তথ্য মতে কোরিয়ান ফুটবল এ্যাসোসিয়েশন 'কেএফএ'র নির্দেশেই এ মামলা নিয়ে আর আগাবেনা তারা।

ডিম ছোড়ার ঘটনা নিয়ে পুলিশের অগ্রগতি এখন কতদূর এই প্রশ্ন করা হলে সাংবাদিকদের ওই পুলিশ কর্মকর্তা জানান, 'আমরা তদন্ত করার শুরু করার আগেই নিশ্চিত হতে চেয়েছি যে তারা (কেএফএ) কি করতে চায়। তবে তারা এই ডিম ছোড়াকারীদের শাস্তির জন্য আমাদের কাছে কোন আবেদন করেনি। ডিম ছোড়াটা সত্যিই লজ্জাজনক একটি ঘটনা। তবে যারা এখানে এ ঘটনার স্বীকার হয়েছে তারা কোন আবেদন না জানালে আমাদেরও করার কিছুই নেই।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে