ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

গুহাতেই কয়েকমাস থাকতে হতে পারে ১২ ক্ষুদে ফুটবলারের

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ১৮:৫৩:৫৯
গুহাতেই কয়েকমাস থাকতে হতে পারে ১২ ক্ষুদে ফুটবলারের

আর্মি জানিয়েছে, গুহা থেকে বের হতে হলে বন্যার পানি কমার জন্য ছেলেগুলোকে কয়েকমাস অপেক্ষা করতে হবে অথবা তাদেরও ডাইভিং অর্থাৎ পানির নিচে চলাচলের উপায় শিখতে হবে।

বালকদের ফুটবল দলটি গত ৯ দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার রাতে ছোট্ট একটি শুকনো সংকীর্ণ শৈলশিরার উপর তাদের খুঁজে পান ডুবুরিরা।

উদ্ধারকর্মীরা এখন পানির উচ্চতা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে আটকা পড়া ছেলেদের কাছে রসদ পৌঁছে দিতে হিমশিম খাচ্ছেন।

আর্মি জানিয়েছে, কমপক্ষে আগামী চারমাস তাদেরকে খাবার সরবরাহ করতে হতে পারে।

ছেলেদেরকে তাদের বাবা-মায়ের কথা বলার ব্যবস্থা করে দিতে গুহার ভেতরে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ দেয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে চিয়াং রাই রাজ্যের গভর্নর নারোংসাক।

উদ্ধারকাজে যোগ দিতে থাইল্যান্ডে উড়ে যাওয়া দুই ব্রিটিশ ডুবুরি সোমবার রাতে আটকা পড়া বালক ও তাদের কোচকে খুঁজে পান। সন্ধান পাওয়ার পর প্রথমে থাই নেভি সিল স্পেশাল ফোর্স তাদের একটি ভিডিও প্রকাশ করেছে।

গুহামুখ থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে পাহাড়ের একটি জায়গায় তাদের খুঁজে পায় ডুবুরিরা।

ভিডিওতে দেখা যায়, আটকে পড়া ছেলেরা টর্চের আলোয় ডুবুরিদের সাথে কথা বলছে। তারা জানায়, আটকা পড়া ১৩ জনই সেখানে আছে কিন্তু খুবই ক্ষুধার্ত।

তারা কতদিন গুহার ভেতরে আছে এবং সেখান থেকে বের হতে পারবে কিনা তা জানতে চায়। ডুবুরিরা জানায়, তাদের অপেক্ষা করতে হবে এবং তাদের উদ্ধার করতে আরও লোক আসবে।

এর জবাবে ছেলেরা বলে, ‘ঠিক আছে। কাল দেখা হবে।’

ফুটবল দলটির গুহায় নিখোঁজ হয়ে যাওয়ার খবর সারা বিশ্বের মানুষকে আন্দোলিত করে। থাইল্যান্ডের অনেক মানুষও উদ্ধার অভিযানে যোগ দেন।

১৩ থেকে ১৬ বছর বয়সী ফুটবলারদের দল এবং তাদের ২৫ বছর বয়সী কোচ ২৩ জুন ঘুরতে গিয়ে গুহার মধ্যে প্রবেশ করে। এরপর হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলে গুহা থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

নিখোঁজ ছেলেদের খুঁজে পাওয়ার খবরে তাদের পরিবারের সদস্যরা উদ্বেলিত। এখন তাদের কাছে পাওয়ার অপেক্ষা স্বজনদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে