ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ফিঞ্চের রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার বিশাল জয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ১৮:৪১:২৯
ফিঞ্চের রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার বিশাল জয়

আজ জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে জ্বলে উঠেন অজি কাপ্তান। জিম্বাবুয়ে বোলারদের কচুকাটা করার দিনে ১৭২ রানে গিয়ে থামে তার ইনিংস। দলনেতার ইনিংসটি সাজানো ছিলো ১০ ছক্কা ও ১৬ চারের মাধ্যমে। ৪২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার ডি শর্ট। ফলে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের হয়ে দুই উইকেট সংগ্রহক ব্লেসিং মুজারাবানি।

জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে জিম্বাবুয়ের দুই ওপেনার। দলীয় ৪২ রানের মাথায় কাটা পড়েন ওপেনার চামু চিবাবা। তার কিছুক্ষণ পর প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার সোলেমন মিরে। ১৯ বলে ২৮ রান করে মিরে ফিরলে আর কেউ দলের হয়ে হাল ধরতে পারেননি। অজি বোলারদের তোপর মুখে পড়ে বিধ্বস্ত হয় স্বাগতিকরা। ফলে নির্দারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে থামে জিম্বাবুয়ে। আর তাতে ১০০ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া।

অজিদের হয়ে তিনটি উইকেট নেন এন্ড্রু টাই। দুটি উইকেট নেন এ্যসটন আগার এবং একটি করে উইকেট নেন স্টোনিস, ম্যাক্স ওয়েল, স্ট্যানলেকে ও রিচার্ডসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে