ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বাহুবলী' থেকে 'রাজি' সব রেকর্ডই ভাঙল রণবীরের 'সঞ্জু'

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ১৬:২৯:৫৪
বাহুবলী' থেকে 'রাজি' সব রেকর্ডই ভাঙল রণবীরের 'সঞ্জু'

যদিও রণবীরের 'সঞ্জু' আলিয়ার 'রাজি'র রেকর্ড ভাঙলেও তাদের ব্যক্তিগত জীবনে কিন্তু এর কোনও প্রভাবই পড়বে না তা বলাই বাহুল্য। উল্টো রণবীরের 'সঞ্জু'র সাফল্যে বেশ খুশি আলিয়া। যদিও 'রাজি'তে সকলকে অবাক করে একার কাঁধে সিনেমার সাফল্য এনে দিয়েছেন। বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করা মোটেও মুখের কথা নয়।

এদিকে 'সঞ্জু', 'বাহুবলী-২'র একটা রেকর্ডও ভেঙে ফেলেছেন। কারণ তৃতীয় দিনে 'সঞ্জু'র বক্স অফিস কালেকশন ছিল ৪৬.৭১ কোটি টাকা। যেখানে ১ দিনে 'বাহুবলী-২' এর সর্বোচ্চ আয় ছিল ৪৬.০৫ কোটি টাকা। অথচ 'সঞ্জু' দেশ জুড়ে মাত্র ৪হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, যেখানে 'বাহুবলী-২' মুক্তি পেয়েছিল ৫হাজার প্রেক্ষাগৃহে।

ফিল্ম সমালোচকদের আশা, খুব তাড়াতাড়ি ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে 'সঞ্জু'। রণবীরের এই ছবির সামনে এখন 'পদ্মাবত'- ৩০২.১৫ কোটি, রেস-থ্রি- ১৬৪.৭৯ কোটি, 'বাগি-২' ১৬৪.৩৮ কোটির রেকর্ড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে