ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নেইমারের জন্য আসলেই ৩১০ অফার করেছে রিয়াল মাদ্রিদ?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ১৪:৫৪:০২
নেইমারের জন্য আসলেই ৩১০ অফার করেছে রিয়াল মাদ্রিদ?

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ছাড়ার পর থেকেই নেইমারের রিয়াল সংযোগ নিয়ে গুঞ্জন চলছে।

গত বছরের আগস্টে বার্সা থেকে ট্রান্সফার ফি’র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে টানে পিএসজি। কিন্তু দলের হয়ে ঘরোয়া ট্রেবল জিতলেও একাধিক খবর বের হয়, প্যারিসে নিজেকে মানিয়ে নিতে পারছেন না নেইমার। সেই সুযোগটিই নিতে চায় রিয়াল।

সোমবার মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল। ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন নেইমার। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থের করা অপর গোলের মূল কারিগরও ছিলেন তিনি।

মেক্সিকো ম্যাচ শেষ হওয়ার পর পরই স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘টিভিই’ খবর দেয়, নেইমারকে দলে নিতে রেকর্ড ৩১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ।

কিন্তু এই খবর প্রকাশের পর দ্রুতই নাকচ করে দেয় রিয়াল। এক জরুরি বিবৃতিতে রিয়াল জানায়, দলবদল নিয়ে পিএসজি বা নেইমার কারো সঙ্গেই কোনও যোগাযোগ করা হয়নি।

‘রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং নেইমারকে ঘিরে আজ (সোমবার) রাতে ‘টিভিই’র দেয়া খবরটি পুরোপুরি মিথ্যা। রিয়াল মাদ্রিদ, পিএসজি বা ওই খেলোয়াড় কাউকেই কোনও প্রস্তাব দেয়নি’,-বিবৃতিতে জানায় রিয়াল।

ক্লাবের দেয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘স্প্যানিশ একটি পাবলিক টেলিভিশন কারো সঙ্গে কোনও রকম যোগাযোগ না করে পুরোপুরি মিথ্যা তথ্য সম্প্রচার করায় রিয়াল মাদ্রিদ অবাক। এই ধরনের মিথ্যা তথ্যের খবর আমরা সহজেই অস্বীকার করছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে