ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ইনিয়েস্তার পর অবসরের ঘোষণা দিলেন পিকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ১৪:৫০:৪৭
ইনিয়েস্তার পর অবসরের ঘোষণা দিলেন পিকে

দেশের হয়ে ১০২টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার এই তারকাG কিন্তু রোববার বক্সের মধ্যে তিনি যেভাবে হ্যান্ড বল করেন, তার জন্য এখনও স্প্যানিশরা ক্ষমা করতে পারছেন না পিকেকে। তার ভুলেই পেনাল্টি থেকে গোল শোধ করে দেয় রাশিয়া। সেটা নাহলে হয়তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরার বিমানে চড়তে হত না ইনিয়েস্তাদের।

শেষ ষোলোয় বিশ্বকাপ অভিযান হতেই অবসর ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের মাশ্চেরানো।

তবে বিশ্বকাপ শুরুর আগেই ইনিয়েস্তা জানিয়ে দিয়েছিলেন, লাল-সোনালি জার্সি গায়ে এটাই তার শেষ টুর্নামেন্ট৷ এবার এ দলে আর দেখা যাবে না পপস্টার শাকিরার স্বামীকেও। ২০১০-এর বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনিও। বিদায়বেলায় পিকের আক্ষেপ একটাই। শেষটা ভালো হল না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে