ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজদের শক্তিশালী দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ১১:৪৬:১০
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজদের শক্তিশালী দল ঘোষণা

অসুস্থতার কারণে শ্রীলংকার বিপক্ষে খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান শিমরন হেটমেয়ার। এছাড়াও দলে জায়গা ধরে রেখেছেন কিমো পল।

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের নেতৃত্বে মাঠে নামবে স্বাগতিকরা। স্পিনার হিসেবে দলে আছেন দেবেন্দ্র বিশু। যার বিপক্ষে সতর্ক হয়ে খেলতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

পাশাপাশি শ্রীলংকার বিপক্ষে তিন বছর পর উইন্ডিজ দলে ফেরা ওপেনার ডেভন স্মিথও জায়গা ধরে রেখেছেন। তবে দলে জায়গা হয়নি উইকেট রক্ষক জাহমার হ্যামিল্টনের।

তাই উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন শেন ডরউইচ। আর বোলিংয়ের দায়িত্ব সামাল দিবেন শ্যানন গ্যাবরিয়েল মিগুয়েল কামিন্স এবং কিমার রোচ।

এছাড়াও ব্যাটিংয়ের শক্তি বাড়াতে আরও আছেন ক্রেইগ ব্রাথওয়েট, কিরন পাওয়েল এবং শাই হোপের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা।

উইন্ডিজ স্কোয়াডঃ

১। জেসন হোল্ডার

২। দেবেন্দ্র বিশু

৩। ক্রেইগ ব্রাথওয়েট

৪। রস্টন চেজ।

৫। মিগুয়েল কামিন্স

৬। শেন ডরউইচ

৭। শ্যানন গ্যাবরিয়েল

৮। শিমরন হেটমিয়ার

৯। শাই হোপ

১০। কিমো পল

১১। কিরন পাওয়েল

১২। কিমার রোচ

১৩। ডেভন স্মিথ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে