ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ক্রিকেটে এবার আসছে স্মার্ট ব্যাট!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ১০:৪৫:১০
ক্রিকেটে এবার আসছে স্মার্ট ব্যাট!

এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছিলো ক্রিকফ্রেঞ্জির পাতায় (প্রতিবেদনটি পড়ুন- বল বিকৃতি রোধে এবার স্মার্ট বল!)

এবার জানা গেছে স্মার্ট বলের পাশাপাশি ক্রিকেট বিশ্বে আসছে স্মার্ট ব্যাটও! অবশ্য এর জন্য পুরো ক্রিকেট ব্যাটটিকেই পরিবর্তন করতে হচ্ছে না।

বরং একটি বেগুনি রঙ্গের স্টিকার বসানোর মাধ্যমেই স্মার্ট করা হবে ক্রিকেট ব্যাটকে। মূলত এই স্টিকারের উদ্ভাবক ভারত। জানা গেছে আগামী ১১ই জুলাই ভারতের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

ভারতের সাবেক কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলেই টুর্নামেন্টটিতে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন। আর এই পদ্ধতিটির নাম দেয়া হয়েছে স্পেক্টাকম।

এখন প্রশ্ন হলো কি রয়েছে এই স্টিকারটিতে যে রাতারাতি একটি কাঠের ব্যাট 'স্মার্ট' হয়ে পড়বে? আদতে এই স্টিকারটি ব্যাটসম্যানদের ব্যাটের পারফর্মেন্স পরিমাপ করার জন্য ব্যবহৃত হবে।

এর মাধ্যমে ব্যাটের ক্ষমতা, গতিবিধি, বল জায়গা মতো লাগছে কিনা এসব এক নিমিষেই একজন কোচ কিংবা ব্যাটসম্যান জানতে পারবেন। এই স্টিকারটির মাঝে একটি ছোট চিপ বসানো থাকবে যেটি ব্যাটের যাবতীয় তথ্য জানতে সহায়তা করবে। এই প্রসঙ্গে কুম্বলে বলেন,

'আসলে স্টিকারের আড়ালে থাকবে একটা চিপ। সেটা সেনসর নির্ভর। তামিলনাড়ু প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। এরকম একটা প্রযুক্তি ক্রিকেটকে আরো আধুনিক করে তুলবে বলে আমার বিশ্বাস। স্মার্ট ব্যাট ব্যাটসম্যানদের অনেক সাহায্য করতে পারে।'

উল্লেখ্য চলতি মাসের ১১ তারিখ থেকে আগামী ১২ই আগস্ট পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। আর এই টুর্নামেন্টে অংশ নিবেন অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা। তাদের জন্যই এবার নতুন এই অভাবনীয় প্রযুক্তিটি নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন অনিল কুম্বলে।

ছবি এবং সুত্র- স্পোর্টসকিডা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে