ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

দুর্দান্ত জয়ে কোয়ার্টার নিশ্চিত করার পরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৩ ১০:৩৪:৪২
দুর্দান্ত জয়ে কোয়ার্টার নিশ্চিত করার পরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

দুর্দান্ত এই জয়ের পর এখন কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে চিন্তা সেলেকাওরাদের। ব্রাজিলের মুখোমুখি হবে জাপানকে শেষ মুহুর্তে হারানো বেলজিয়াম। তুলনা মূলক শক্তির বিচারে বেলজিয়াম ব্রাজিলের কাছে তেমন পাত্তা পাবে না বলেই মনে হচ্ছে। তাবে বেলজিয়ামও ছেড়ে দেওয়ার দল নয়

আগামী ৬ জুলাই কাজানে অনুষ্ঠিত হওয়া শেষ আটের ম্যাচে হয়তো ব্রাজিল ইনজুরিতে থাকা খেলোয়াড়দের দলে ফিরবেন। তার মধ্যে রয়েছে- মার্সেলো, দানিলোরা ও ডগলাস কস্তাও।

তবে জয়ের পর ব্রাজিল দলের জন্য দুঃসংবাদ হলো সামনের ম্যাচে কাসেমিরোকে দলে পাচ্ছে না তারা। বিশ্বকাপে ফিফার নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় প্রথম রাউন্ড থেকে কোয়ার্টার পর্যন্ত দুটি হলুদ কার্ড দেখলে তাকে এক ম্যাচ বসে থাকতে হবে। কাসেমিরো পড়েছেন সেই খড়গে।

এর আগে গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে হলুদ কার্ড দেখেন রিয়াল মাদ্রিদে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। এরপর গতকাল মেক্সিকোর বিপক্ষে ৬৩ মিনিটে হলুদ কার্ড দেখেন এই মিডফিল্ডার।

কাসেমিরোর পরিবর্তে সামনের ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে দেখা যেতে পারে ফার্নান্দিনহোকে। তবে ব্রাজিল কোচের কৌশলে কাসেমিরো বিশেষ কিছু।

কারণ ব্রাজিলের কোচ এর আগে কাসেমিরোকে নিয়ে বলেন, তার দলের সেরা অস্ত্র নেইমার-কৌতিনহো নন, কাসেমিরো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে