ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

জাপানের বিপক্ষে সেরা একাদশ বেলজিয়ামের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ২৩:৪১:০৯
জাপানের বিপক্ষে সেরা একাদশ বেলজিয়ামের

শুধু তাই নয়, ইনজুরি কাটিয়ে বেলজিয়াম দলে ফিরেছেন দলের অন্যতম সেরা ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। আগের ম্যাচ সাইড বেঞ্চে থাকা রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুয়েনে- সবাই ফিরেছেন বেলজিয়াম একাদশে।

বাংলাদেশ সময় রাত ১২টায় রোস্তভ এরেনায় শুরু হচ্ছে ম্যাচটি। এই ম্যাচে জাপান অবশ্য একাদশে রাখেনি দলটির সেট পিস মাস্টার কেইসুকে হোন্ডাকে। একাদশে ফেরানো হয়েছে তাকাশি ইনুইকে। মোটামুটি নিজেদের সম্ভব সেরা একাদশই মাঠে নামিয়েছে ব্লু সামুরাইরা।

ফিফা র‌্যাংকিংয়ে অবশ্য জাপান আর বেলজিয়ামের বিস্তর পার্থক্য। র‌্যাংকিংয়ে বেলজিয়ামের অবস্থান ৩ আর জাপানের অবস্থান ৬০। জাপান বিশ্বকাপে সর্বোচ্চ দ্বিতীয় রাউন্ডে খেলেছে। আর বেলজিয়াম খেলেছে সর্বোচ্চ সেমিাইনাল।

বেলজিয়াম একাদশ : থিবাত কুর্তোস (গোলরক্ষক), ভিনসেন্ট কোম্পানি, ইয়ান ভার্টোঙ্গেন, টবি অ্যালডারউইয়ারল্ড, অ্যাক্সেল উইটজেল, কেভিন ডি ব্রুয়েন, ইয়ানিক ক্যারাসকো, থমাস মিউনার, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, ড্রাইস মারটেন্স।

জাপান একাদশ : ইজি কাওয়সিমা (গোলরক্ষক), জেন সোজি, মায়া ইয়োশিদা, ইউতো নাগাতোমো, হিরোকি সাকাই, শিনজি কাগাওয়া, গাকু শিবাসাকি, মাকোতো হাসেবি, ইউয়া ওসাকো, তাকাশি ইনুই, জেনকি হারাগুচি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে