ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সাব্বির-বিজয়রা থাকছেন ওয়ানডে দলে?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১৯:৩০:১৪
সাব্বির-বিজয়রা থাকছেন ওয়ানডে দলে?

এই সিরিজে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি টুয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সিরিজের অংশ হিসেবে প্রথম টেস্ট খেলতে আগামী চার জুলাই মাঠে নামবে সাকিব আল হাসানের দল। পরের টেস্টটি শুরু হবে চলতি মাসের ১২ তারিখ থেকে।

এরপরই জুলাইয়ের ১৯ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। টেস্ট দলের জন্য যাদেরকে রাখা হয়নি তারা বর্তমানে শ্রীলঙ্কার 'এ' বিপক্ষে খেলছেন। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে চার দিনের প্রথম টেস্টটি ড্র করে বাংলাদেশ 'এ' দল।

সেই ম্যাচ 'এ' দলের হয়ে দারুন ফর্মে ছিলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন এবং সাব্বির রহমান। দুইজনই শতকের দেখা পেয়েছেন। যার মধ্যে সাব্বির করেছেন তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের সর্বোচ্চ ১৬৫ রান এবং মোসাদ্দেক খেলছেন ১৩৫ রানের একটি দুর্দান্ত ইনিংস।

যার সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলের জন্য ডাক পাওয়ায় সম্ভাবনা রয়েছে এই দুই ক্রিকেটারের। এদিকে আসন্ন উইন্ডিজ সিরিজকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এছাড়া বাংলাদেশ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ইনজুরি কাটিয়ে ওঠার সুসংবাদটিও পাওয়া গেছে। যার ফলে তিনিও টাইগারদের হয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে ডানহাতি ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের জাতীয় দলে ডাক পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুর রহমান নান্নু। যার ফলে আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙ্গিন পোশাকে দেখা যেতে পারে এই ব্যাটসম্যানকে।

এছাড়াও আবু হায়দার রনিকেও ওয়ানডে দলের স্কোয়াডে রাখার আভাস পাওয়া গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ জুলাই ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মাশরাফি সহ এই পাঁচ ক্রিকেটার, বিসিবি প্রাঙ্গণে ভাসছে এমনই গুঞ্জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে