ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

অ্যান্টিগা টেস্টের একাদশে তিন কিপার?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১৯:২৬:৫৮
অ্যান্টিগা টেস্টের একাদশে তিন কিপার?

২০১৬-১৭ মৌসুমের নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চ টেস্টের পর অ্যান্টিগা টেস্টের সেরা একাদশে দেখা যেতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হসান সোহানকে। ওপেনার হিসেবে তামিম ইকবালের সঙ্গী হিসেবে লিটন দাসকে দেখা যাবে।

সেক্ষেত্রে লোয়ার অর্ডারে ব্যাট করায় উইকেট কিপার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে সোহানকে। এছাড়া ব্যাটিং অর্ডারে আর কোন চমক থাকছে না। তিন নম্বরে মমিনুল হকের পর তিন সিনিয়র মুশফিক, সাকিব ও রিয়াদে আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট।

অফ স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে সেরা একাদশে বিবেচনা করার সম্ভাবনা বেশি। বোলিং আক্রমনে কন্ডিশনের চাহিদা অনুযায়ী তিন পেসার নিয়ে দল সাজাবে বাংলাদেশ দল। রুবেল হোসেনের সাথে শফিউল ইসলামকে দেখা যেতে পারে অ্যান্টিগা টেস্টে।

এছাড়া প্রস্তুতি ম্যাচের ভালো পারফর্ম করা আবু জায়েদ রাহিরও সুযোগ থাকছে। বলা যায়, প্রথম শ্রেণীর ক্রিকেটে দেড়শ উইকেটের মালিক আবু জায়েদ রাহির অভিষেক হতে পারে অ্যান্টিগা টেস্টেই।

অ্যান্টিগা টেস্টের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে